সাকিবের অর্জন ‘গল্প’, আকবরদের অর্জন ‘গর্ব’
বাইশ গজের লড়াইয়ে অর্জনের খাতাটা বেশ ভারি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যক্তিগত সফল্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব কুড়িয়েছেন তিনি। তবে সাকিবের ব্যক্তিগত সাফল্য থেকে আকবর আলীদের দলগত অর্জনের বিশ্বকাপ জয়টাকেই এগিয়ে রাখলেন তাদের ছোটবেলের কোচ মাসুদ হাসান।
বাংলাদেশ ক্রিকেটে রাজত্ব করা সিংহভাগ ক্রিকেটারই উঠে এসেছে তার হাত ধরে। সাকিব থেকে শুরু করে হালের আকবর আলীরা বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে নিয়েছেন অনন্য উচ্চতায়। সাকিব, মুশফিক, সৌম্যরা যা পারেননি, তা করে দেখিয়েছে এবারের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি। প্রথমবারের মত লাল-সবুজের দেশটাকে বিশ্বজয়ের আনন্দে ভাসিয়েছে তারা।
Also Read - কথা দিয়ে কথা রাখলেন মুমিনুল
বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব দলকে নেতৃত্ব দিয়েছেন আকবর আলী। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে আকবর ছাড়াও আরও ছয় ক্রিকেটার খেলেছেন এ দলটিতে। এই বিকেএসপি থেকেই উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার সাকিবও। খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
তবে বয়সভিত্তিক দলের পাশাপাশি জাতীয় দলকেও তেমন সাফল্য এনে দিতে পারেননি সাকিব। যদিও বাইশ গজে নিজের রাজত্ব জানান দিয়ে এসেছেন তিনি। দীর্ঘ সময় ধরে রেখেছিলেন টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের র্যাংকিংয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডারের জায়গাটা।
স্বভাবতই সাকিব-আকবদের ছোটবেলার কোচ মাসুদ হাসানের কাছে জানতে চাওয়া হয়, সাবেক ছাত্র সাকিবের নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়া নাকি দেশের হয়ে আকবরদের বিশ্বকাপ জয়। কোনটাকে এগিয়ে রাখবেন? জবাবে মাসুদ হাসান বলেন, সাকিবের অর্জন তার কাছে গল্প করার মত। আকবরদের বিশ্বকাপ জয় গর্ব করার মত ব্যাপার।
মাসুদ হাসান জানান, ‘সাফল্য হিসেবে বিশ্বের এক নম্বর হওয়া এক ক্ষেত্রে, আর এটা (বিশ্বকাপ জয়) হল আরেক ক্ষেত্র। এটা অনস্বীকার্য, হয়তো সাকিবের বিষয়টা হলো গল্প করার মত, আমার ছাত্র নাম্বার ওয়ান হয়েছে, র্যাংকিংয়ে এক নাম্বার হয়েছে।’
‘আর এটা একটা চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন! সে যে লেভেলেরই হোক না কেন। তার মানে বিশ্বের সেরা একটা দেশ। এটার লেভেল যদি ধরি, অবশ্যই আনন্দের। গর্ব করার মত একটা বিষয়। তারা বিশ্বের এক নম্বর দল, তাইনা?’ সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।