Scores

সাকিবের ছবি থাকায় স্টেডিয়ামে নিষিদ্ধ হল বিজ্ঞাপন

জুয়াড়ির ম্যাচ গড়াপেটার প্রস্তাব গোপন করে আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞা চলছে বলে ক্রিকেট আঙিনায় সাকিবের উপস্থিতি নেই। সাকিবের মত সাকিবের করা বিজ্ঞাপনও থাকতে পারছে না স্টেডিয়ামে!

হঠাৎ কলকাতায় সাকিব
সাকিব আল হাসান। ফাইল ছবি

‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার ঢাকা টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে স্পন্সরের ভূমিকায় রয়েছে একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যাদের ব্র্যান্ড অ্যাম্বেসেডর বা পন্যদূত সাকিব।


স্বভাবতই সেই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে রয়েছে সাকিবের ছবি। সাকিব পানির বোতল হাতে দাঁড়িয়ে আছেন- ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির এমন একটি চিত্র শোভা পাচ্ছে বিজ্ঞাপনে। সেই বিজ্ঞাপনটি সাঁটিয়ে দেওয়া ছিল হোম অব ক্রিকেটের মাঠের চারপাশে থাকা অনেকগুলো ছাতায়।

Also Read - আশা জাগিয়েও পারল না বাংলাদেশ


কিন্তু হুট করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সবগুলো ছাতা খুলে নেওয়া হয়। পরবর্তীতে জানা যায়, ছাতার গায়ে সাকিবের ছবি থাকার কারণেই এগুলো খুলে নেওয়া হয়েছে। সাকিবের ছবি সম্বলিত ছাতাগুলো মাঠকর্মীরা খুলে নিলেও অন্যান্য প্রতিষ্ঠানের ছাতা মাঠের চারপাশে আগের মতই রয়েছে। এমনকি একই প্রতিষ্ঠানের অন্যান্য বিজ্ঞাপন (যেখানে সাকিবের ছবি নেই) শোভা পাচ্ছে স্টেডিয়ামপাড়ায়।

সাকিবের ছবির কারণে বিজ্ঞাপন সরিয়ে ফেলার এমন দৃষ্টান্তে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে বিসিবির এক দায়িত্বশীল উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ক্রিকেটীয় কর্মকাণ্ডে সাকিবের নিষেধাজ্ঞার কারণে তার ছবিযুক্ত বিজ্ঞাপন স্পর্শকাতর বিষয়। আর এ কারণেই সতর্কতা হিসেবে মাঠ থেকে সাকিবের ছবিযুক্ত ছাতা সরিয়ে ফেলেছেন তারা।

প্রসঙ্গত, সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। এর আগপর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে তাকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইউনিসেফের শুভেচ্ছাদূত হচ্ছেন মুশফিক

এইচপি দলের নতুন কোচ র‍্যাডফোর্ড

স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার

‘মাঠের ভেতরের স্টোকস’ হতে চান সাইফউদ্দিন

সাঙ্গাকারার প্রশংসা শুনে ঘুমাতে পারেননি সাইফউদ্দিন