██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

'সাকিবের প্রতি আমার শ্রদ্ধা জানানো উচিৎ'

'সাকিবের প্রতি আমার শ্রদ্ধা জানানো উচিৎ'

প্রকাশিত হয়েছে - 2018-11-26T13:49:29+06:00

আপডেট হয়েছে - 2018-11-26T16:09:33+06:00

উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নিজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন সাকিব নিজেই। তবে কোচ স্টিভ রোডসের ইচ্ছেতে মাঠে নামেন। এবং দলকে দুর্দান্ত এক জয় এনে  দেন। সাকিবের এমন সাহসী পদক্ষেপে মুগ্ধ কোচ।

[caption id="attachment_59487" align="aligncenter" width="960"]
‘আহত বাঘের থাবা’র শঙ্কায় রোডস
[/caption]   জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সাকিব। দুর্বল প্রতিপক্ষ হলেও সিলেট টেস্টে হেরে যায় বাংলাদেশ। এরপর ঢাকা টেস্ট জিতে সিরিজে সমতা আনলেও র‍্যাংকিংয়ে বড় ধাক্কা খায় টাইগাররা। যার ফলে উইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে সাকিবের বড্ড প্রয়োজন ছিল। তবে দেশসেরা এই ক্রিকেটার ছিলেন না পুরোপুরি ফিট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নিজের খেলা নিয়ে অনিশ্চিতার কথা জানান সাকিব। তবে সব বাঁধা ভুলে ম্যাচের দিন ঠিকই দলকে নেতৃত্ব দিতে নেমে পড়েন। বল হাতে দুই ইনিংস মিলে ৫ উইকেট ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৫ রান যোগ করেন। টাইগাররা জিতে ৬৪ রানে। দল ও দেশের জন্য সাকিবের এমন অবদানে মুগ্ধ বাংলাদেশ কোচ স্টিভ রোডস। তিনি বলেছেন,
‘আমার মনে হয় চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা বলা শুরুর আগে সাকিবের প্রতি আমার শ্রদ্ধা জানানো উচিৎ। সে যা করেছে তা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে সে মাত্র দুই-তিন সেশন নেটে ব্যাটিং করেছে। আপনারাও হয়তো খেয়াল করেছেন শারীরিকভাবে সে তার সেরা জায়গায় ছিলো না। এমনকি মানসিকভাবেও শতভাগ ছিল না সে। তবু মাঠে অধিনায়ক হিসেবে দুর্দান্ত ছিল সে। সে আবারও এমনটা করে দেখালো, বাংলাদেশের জন্য, পুরো জাতির জন্য।’
রোডস আরও বলেন, ‘সাকিব ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চেয়েছিল। সে দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। ট্যাকটিক্যালি সে অনেক উপরে এবং ম্যাচেও এর প্রমাণ রেখেছে। এটা পরের ম্যাচে তাকে সাহায্য করবে। এছাড়া ঢাকা টেস্টের আগে সে আরও বেশি প্রস্তুত হয়ে যাবে। ম্যাচে সে কিছুক্ষণ কাটিয়েছে উইকেটে, বল হাতেও কয়েকওভার হাত ঘুরিয়েছে। সে তার মস্তিষ্ক ব্যবহারে পটু। তবে আমাদের ভোলা উচিৎ না সে খেলে দারুণ কাজ করেছে। কারণ সে চাইলেই বলতে পারত যে আমি প্রস্তুত না। তা না করে সে খেলেছে এবং এটা খুবই ভালো ছিল।’
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.