██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সাকিবের '৫' উইকেট ও মোসাদ্দেকের ক্যামিওতে হেসেখেলে জিতল আবাহনী

৬০ বলে ১৫ রান করেছেন মাশরাফি বিন মুর্তজা

সাকিবের '৫' উইকেট ও মোসাদ্দেকের ক্যামিওতে হেসেখেলে জিতল আবাহনী
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-04-06T13:15:54+06:00

আপডেট হয়েছে - 2024-04-06T13:15:54+06:00

লিজেন্ডস অব রূপগঞ্জকে উড়িয়ে দিয়ে আট উইকেটের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করতে নেমে রূপগঞ্জ অলআউট হয় ৯৯ রানে। ফাইফার পান তানজিম হাসান সাকিব। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ব্যাটিংয়ে ১১তম ওভারেই জয় পায় আবাহনী।

তানজিম হাসান সাকিব নিয়েছেন ৫ উইকেট

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় আবাহনী লিমিটেড। প্রথম ওভারেই উইকেট পান শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসার এলবিডব্লিউ করেন তৌফিক খান তুষারকে। পরের ওভারে সাদমান ইসলামকেও শিকার করেন শরিফুল। নিজের প্রথম দুই ওভারেই রূপগঞ্জের দুই ওপেনারকে পাঠান সাজঘরে।

তৃতীয় উইকেটটি পান তানজিম হাসান সাকিব। ইমরানউজ্জামানানকে শিকার করে এদিন নিজের প্রথম উইকেটটি পান সাকিব। ক্যাচ আউট হন ইমরান। নিজের পরের ওভারেই আমিনুল ইসলাম বিপ্লবকে এলবিডব্লিউ করেন সাকিব। ২৩ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান বিপ্লব।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

তারপর শামীম পাটোয়ারি কিছুটা দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে তিনি পড়েন শরিফুলের ফাঁদে। শামীমের ব্যাটের কানায় বলে লেগে চলে যায় উইকেটের পেছনে। উইকেটরক্ষক এনামুল হক বিজয় ছো মেরে ক্যাচটি নেন। শামীমের ইনিংস থামে ১৪ বলে ১৮ রানে।

বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। তাকেও বোল্ড করে তানজিম হাসান সাকিব। ১৪ বলে ৯ রান করে বিদায় নেন মুমিনুল। একই ওভারে শুভাগত হোমকেও শিকার করেন সাকিব। রানের খাতা খোলার আগেই বিদায় নেন শুভাগত। ৭২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ।

অষ্টম উইকেটে ২৭ রানের জুটি গড়েন মাশরাফি বিন মুর্তজা। অষ্টম ব্যাটার হিসেবে মাশরাফি আউট হন দলীয় ৯৯ রানে। তারপর আর তিন অঙ্ক ছুঁতে পারেনি রূপগঞ্জের দলীয় সংগ্রহ। মাশরাফিকে বোল্ড করেন তাসকিন আহমেদ। উইকেটে টিকে থেকে ধৈর্যের পরিচয় দিয়ে গেছেন মাশরাফি। তার ব্যাট থেকে আসে ৬০ বলে ১৫ রান।


মাশরাফিকে শিকার করার পরের বলেই আব্দুল হালিমকে শিকার করেন তাসকিন। পরের ওভারে এসে শহিদুলকে আউট করে ফাইফার পূর্ণ করেন সাকিব। ৯৯ রানেই অলআউট হয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

৭.৩ ওভারে ২৩ রান খরচ করে পাঁচটি উইকেট নিয়েছেন সাকিব। একনজরে সাকিবের উইকেট পাঁচটি হলো ইমরানউজ্জামান, আমিনুল ইসলাম বিপ্লব, মুমিনুল হক, শুভাগত হোম ও শহিদুল ইসলাম। লিস্ট 'এ' ক্রিকেটে এটিই এখন সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং এবং দ্বিতীয় ফাইফার।

শরিফুল ৬ ওভারে ২৯ রান দিয়ে নেন তিনটি উইকেট। তাসকিন ৮ ওভারে ১৬ রান খরচ করে দুইটি উইকেট পান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ক্রিজে টিকতে পারেননি নাইম শেখ। প্রথম ওভারেই আব্দুল হালিমের বলে বোল্ড হন নাঈম। ৩ বলে ৪ রান করে বিদায় নেন তিনি। ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়ও। দুইটি চারের সাহায্যে ৯ বলে ১০ রান করে আল-আমিন হোসেনের বলে ক্যাচ আউট হন হৃদয়।

মোসাদ্দেক হোসেন

তারপর মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যামিও সাথে এনামুল হক বিজয়ের সাবলীল ব্যাটিংয়ে সহজেই জয়ের পথে এগোতে থাকে আবাহনী লিমিটেড। মোসাদ্দেক মাত্র ১৮ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলেন। বিজয় অপরাজেয় থাকেন ৩৪ বলে ৩৭ রান করে।

লিস্ট 'এ' ক্যারিয়ারের প্রথম বোলিং করতে রূপগঞ্জের ১১তম বল হাতে তুলে নেন সাদমান ইসলাম। সাদমানকে বিশাল ছক্কা হাঁকিয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন মোসাদ্দেক। মোসাদ্দেকের প্রায় ২৬৭ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল পাঁচটি চার ও চারটি ছক্কা। বিজয়ের ব্যাট থেকে আসে দুইটি চার ও চারটি ছক্কা।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.