সাবেক ক্রিকেটার সুরেশের আত্মহনন
ধারণা করা হয়, খেলোয়াড়ি জীবনে কিছুটা দুর্ভাগা ছিলেন মানি সুরেশ কুমার। রঞ্জি ট্রফিতে ভালো রেকর্ডের পরেও জাতীয় দল পর্যন্ত আসতে পেরেছিলেন না। শুক্রবার (৯ অক্টোবর) এই সাবেক ক্রিকেটারের নিজ বাড়িতে তার লাশ মিলেছে। প্রাথমিক ধারণায় তিনি আত্মহত্যা করেছেন বলেই জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সুরেশের ছেলে ৪৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের নিজ ঘরে লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি বলে জানানো হয়। তবে ঝুলন্ত লাশ দেখে প্রথম দেখায় আত্মহত্যা মনে হলেও তদন্ত করে তারপর নিশ্চিত খবর দিবে স্থানীয় পুলিশ। আরও জানিয়েছে যে এই সাবেক ক্রিকেটারের আত্মহত্যার কারণ এখনো উদঘাটন করা যায়নি।
পুলিশের জানিয়েছে, ‘তার ছেলে সুরেশের নিজের ঘরেই তার ঝুলন্ত লাশ দেখে প্রথমে এবং ৭টা ১৫ মিনিটের দিকে আমাদেরকে খবর দেন। প্রথম দেখায় এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত করে তারপর আমরা নিশ্চিত খবর জানাতে পারব।’
Also Read - বিশ্বের পঞ্চম দ্রুততম শতকের রেকর্ড গড়লেন খুশদিলঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন সুরেশ। ১৯৯২ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ এর ওয়ানডে ও দীর্ঘ পরিসরের ম্যাচে খেলেছেন তিনি। দুর্দান্ত ফ্লিপারের জন্য খ্যাতি ছিল তার। ছিলেন দুর্দান্ত ফিল্ডারও। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ও একসময় সুরেশের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। মাত্র ১৩ বছর বয়সেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন সুরেশ।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৭২টি ম্যাচ খেলেছিলেন তিনি। তার ঝুলিতে আছে ১৯৬টি উইকেট। ব্যাট হাতে ১৬৫৭ রানও করেছেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।