সাবেক বিসিবি সভাপতি গ্রেফতার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-06T21:47:52+06:00
আপডেট হয়েছে - 2024-10-06T21:47:52+06:00
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তবে কোন মামলায় সাবের হোসেনকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ছিলেন তিনি। দায়িত্বে ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের।
গত সেপ্টেম্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতার প্রাণহানির অভিযোগে সাবেরের নামে মামলা করা হয়। ৯ বছর আগে খিলগাঁওয়ে প্রাণ হারান ঐ ছাত্রনেতা।
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সাবেক সক্রিয় দীর্ঘদিন ধরে। ১৯৯৯ সালে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব পান। এরপর তার কাঁধে তুলে দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। একাদশ সংসদে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।
সাবের হোসেন চৌধুরী অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। বাংলাদেশের আইসিসি ট্রফি ও টেস্ট স্ট্যাটাস এসেছিল তার সভাপতি থাকার সময়ে। যদিও দীর্ঘ সময় ধরে ক্রিকেট সংগঠকের ভূমিকায় তাকে দেখা যায়নি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।