Scores

সিইওকে চিঠি দিয়ে বোমা ফাটালেন ম্যাথিউস

এশিয়া কাপের ফলাফলে শ্রীলঙ্কার ক্রিকেটের উপর দিয়ে বয়ে গেছে ঝড়। দেশে ফিরে শ্রীলঙ্কার ব্যর্থতার ময়নাতদন্ত তো চলছেই, সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে এশিয়া কাপে নেতৃত্ব দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও। ঐ ঘটনার পর এবার বোমা ফাটিয়েছেন ম্যাথিউস। শ্রীলঙ্কা ক্রিকেটের সিইওর কাছে পাঠানো এক চিঠিতে তিনি দাবি করেছেন, তার উপর দায় চাপিয়ে বোর্ড থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি ‘বিশ্বাসঘাতকতা’।

সিইওকে চিঠি দিয়ে বোমা ফাটালেন ম্যাথিউস

চিঠিতে ম্যাথিউস দাবি করেন, দলের ব্যর্থতার দায়ভার চাপিয়ে তাকে অধিনায়কত্ব ছাড়তে বলা বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর শুক্রবার এসএলসিতে এক বৈঠকে নির্বাচকমণ্ডলী এবং জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত ছিলেনতাঁরা আমাকে শ্রীলঙ্কার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেনতাৎক্ষণিকভাবে বিস্মিত হয়েছি এবং আমার মনে হয়েছে, এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে গোটা শ্রীলঙ্কা দলের বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে।’

‘আমি দায় নিতে প্রস্তুত তবে শুধু আমার ওপর দায় চাপালে সেটি বিশ্বাসঘাতকতা এবং আমাকে সরানোর চেষ্টা বলেই মনে হয়।’

Also Read - ‘রশিদকে খেলা যায় না এমন নয়’


কোচ কিংবা নির্বাচকদের মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত মেনে নিলেও একা দায়ভার নেওয়ার বিষয়টি যেন মেনে নিতে পারছেন না ম্যাথিউস, ‘নির্বাচকমণ্ডলী এবং হেড কোচের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়আর তাই হারের দায় শুধু অধিনায়কের ওপর চাপানো উচিত—এই যুক্তির সঙ্গে আমি একমত নইযদিও নির্বাচকমণ্ডলী ও হেড কোচ আমাকে সরে দাঁড়ানোর যে কথা বলেছেন, তা আমি মন থেকেই সম্মান করি।’

‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগটা যে ম্যাথিউস প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে তুলেছেন, সেটিও বেশ স্পষ্ট। কেননা ম্যাথিউস স্পষ্ট করে চিঠিতে বলে দিয়েছেন- ‘হাথুরুসিংহে হেড কোচের দায়িত্ব নেওয়ার পর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বভার পুনরায় গ্রহণ করার অনুরোধ করেছিলেন নির্বাচকমণ্ডলী এবং হেড কোচ যদি মনে করেন আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার মতো ফিট নই এবং দলে জায়গা পাওয়ার মতো যোগ্য নই, তাহলে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেবকখনো দলের বোঝা হয়ে থাকতে চাই না।’

আরও পড়ুন: আর কত অবহেলিত হবেন ইমরুল কায়েস?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হাসপাতালে দামি যন্ত্র কিনে দিলেন লঙ্কান ক্রিকেটাররা

শেষ বলের হারে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রশংসায় রোডস-সাঙ্গাকারারা

শ্রীলঙ্কার বিশাল ব্যবধানে জয়

ম্যাথিউসের দ্বিশতক, কনকাশনের শিকার কেভিন