সিডনি সিক্সার্সের সহকারী কোচের দায়িত্বে ম্যাথু মট
ইংল্যান্ডের দায়িত্ব ছেড়ে বিগ ব্যাশে মট।

সিডনি সিক্সার্সের সহকারী কোচের দায়িত্বে ম্যাথু মট
প্রকাশিত হয়েছে - 2024-09-05T15:14:28+06:00
আপডেট হয়েছে - 2024-09-05T15:14:28+06:00
ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছেড়ে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যাথু মট। কিছুদিন আগে ইংল্যান্ডের সাদা বলের দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মট। চুক্তির প্রায় ২ বছর বাকি থাকলেও পদত্যাগ করেন তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ম্যাথু মট। ছবি : গেটি ইমেজসঅস্ট্রেলিয়ান ম্যাথু মট এবার যোগ দিয়েছেন বিগ ব্যাশের
দল সিডনি সিক্সার্সে। সহকারী কোচ হিসেবে প্রধান কোচ গ্রেগ শেপার্ডের অধীনে কাজ
করবেন মট। ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার নারী দলের প্রধান কোচের
দায়িত্ব ছিলেন ম্যাথু মট। দীর্ঘ ৮ বছর অজি নারী দলের প্রধান কোচ ছিলেন তিনি। সিডনিতে
ক্যামেরন হোয়াইটের স্থলাভিষিক্ত করা হল মটকে। কিছুদিন আগে মেলবোর্ন রেনেগেডসের
প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন হোয়াইট।
ইংল্যান্ডের সাদা বলের দলের প্রধান কোচ হিসেবে যাত্রাটা ভালোভাবেই শুরু হয়েছিল মটের। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড হয় ৭ম। এমন ভরাডুবির পর থেকেই কিছুটা অনিশ্চিত ছিল মটের চাকরি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি। বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এরপর নিজেই সরে দাঁড়ান প্রধান কোচের পদ থেকে।
ইংল্যান্ড সাদা বলের নতুন প্রধান কোচ করেছে লাল বলের প্রধান কোচের দায়িত্বে থাকা ব্রেন্ডন ম্যাককালামকে। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিন ফরম্যাটেই ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দেখা যাবে ম্যাককালামকে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।