সিপিএলের চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া
প্রথমবারের মত সিপিএলের শিরোপা জিতল সেন্ট লুসিয়া।

সিপিএলের চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়া
প্রকাশিত হয়েছে - 2024-10-07T13:08:39+06:00
আপডেট হয়েছে - 2024-10-07T13:08:39+06:00
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া কিংস। এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মত সিপিএলের শিরোপা ঘরে তুলেছে সেন্ট লুসিয়া। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সিপিএলের শিরোপা জিতেছে সেন্ট লুসিয়া কিংস।
গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে
গায়ানাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সেন্ট লুসিয়া। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই
কিছুটা ধুঁকেছে গায়ানা। রানের জন্য সংগ্রাম করছিলেন দলের ব্যাটাররা। শেষ দিকে
ডুয়াইন প্রোটিরিয়াসের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে দিশা পায় গায়ানার ইনিংস। ১২ বলে ২৫
রানের ক্যামিও খেলেন প্রিটোরিয়াস। তিনি বাদ ২০ রান ছুঁতে পেরেছেন কেবল শাই হোপ,
করেছেন ২৪ বলে ২২ রান।
সেন্ট লুসিয়ার হয়ে ৩ উইকেট নেন নুর আহমেদ।
জবাব দিতে নেমে শুরুর দিকে ধুঁকেছে সেন্ট লুসিয়াও। মাত্র ৫১ রানের মধ্যে হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে সেই খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন রোস্টন চেইজ এবং অ্যারন জোন্স। দুজনের মারকুটে ব্যাটিংয়ের সুবাদে জয়ের পথে এগোতে থাকে দল। শেষমেশ জোন্স এবং চেইজের ব্যাটে চড়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট লুসিয়া কিংস। ২২ বলে ৩৯ রান করে অপরাজিত ছিলেন চেইজ। অন্যদিকে ৩১ বলে ৪৮ রান করে টিকে ছিলেন জোন্স। ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় সেন্ট লুসিয়া কিংস।
সিপিএলের ইতিহাসে এবারই প্রথম চ্যাম্পিয়ন হল সেন্ট লুসিয়া।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।