সিপিএলে সাকিবের দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ও খেলার সূচি
ড্রাফটে নাম না থাকায় সাকিবকে দলে ভেড়ানো হয় সরাসরি চুক্তিতে। তার আগে দলভুক্ত করা হয় ইমরান তাহির, শিমরন হেটমেয়ার, ওডিন স্মিথ, পল স্টার্লিং, হেনরিখ ক্লাসেনের মত তারকাদের।

প্রকাশিত হয়েছে - 2022-07-15T11:56:33+06:00
আপডেট হয়েছে - 2022-07-15T11:56:33+06:00
বিশ্বজুড়ে এখন টি-টোয়েন্টি লিগের ছড়াছড়ি। তবে মান, প্রতিদ্বন্দ্বিতা ও জনপ্রিয়তার বিচার করলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলের স্থান থাকবে ওপরের দিকে। ৩ বছর পর সেই সিপিএলে আবারও খেলবেন কোনো বাংলাদেশি ক্রিকেটার।
৩ বছর পর আবারও সিপিএল খেলবেন সাকিব। ফাইল ছবি
আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিপিএলের এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তারকা অলরাউন্ডার ও জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সিপিএলে সাকিবের দলের স্কোয়াডে কারা কারা আছেন, দলটির ম্যাচগুলো কবে মাঠে গড়াবে- বিস্তারিত জেনে নেওয়া যাক।
সিপিএলের প্লেয়ার্স ড্রাফটেই শক্তিশালী দল গঠন করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। স্থানীয় অর্থাৎ ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্য থেকে এক ঝাঁক তারকাকে দলে নেওয়া ফ্র্যাঞ্চাইজিটি বিদেশি কোটায় দলে নিয়েছে ইমরান তাহির, পল স্টার্লিং, হেনরিখ ক্লাসেন, কলিন ইনগ্রামের মত জনপ্রিয় ক্রিকেটারদের।
ড্রাফটে নাম না থাকায় সাকিবকে দলে ভেড়ানো হয় সরাসরি চুক্তিতে। তার আগে দলভুক্ত করা হয় ইমরান তাহির, শিমরন হেটমেয়ার, ওডিন স্মিথ, পল স্টার্লিং, হেনরিখ ক্লাসেন, কিমো পল, জার্মেইন ব্ল্যাকউড, গুদাকেশ মোটি, রোমারিও শেফার্ড, কলিন ইনগ্রাম, চন্দরপল হেমরাজ, শাই হোপ, বীরাসামি পারমল, রনসফোর্ড বিটন, ম্যাথু নান্দু ও জুনিয়র সিনক্লেয়ারকে।
৩ সেপ্টেম্বর গায়ানা তাদের প্রথম ম্যাচ খেলবে জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে। ৪ সেপ্টেম্বর দলটির প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, যাদের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ ৮ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর সেন্ট লুসিয়া কিংস ও ১৪ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবেন সাকিবরা।
১৮ সেপ্টেম্বর বার্বাডোজ রয়েলস ও ২১ সেপ্টেম্বর আবারও জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে গায়ানার ম্যাচ। ২২ সেপ্টেম্বর সেন্ট লুসিয়া কিংস, ২৪ সেপ্টেম্বর ত্রিনবাগো নাইট রাইডার্স ও ২৫ সেপ্টেম্বর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বার্বাডোজ রয়েলসের মুখোমুখি হবে দলটি।
এখন পর্যন্ত ৫ বার ফাইনাল খেললেও গায়ানা একবারও শিরোপা জিততে পারেনি। সাকিব, তাহির, ক্লাসেনদের নিয়ে গড়া দলটি এবার তাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে থাকবে।
সাকিব এবারই প্রথম খেলবেন গায়ানার হয়ে। ২০১৯ সালে সর্বশেষ সিপিএলে খেলেছিলেন সাকিব। সেবার তিনি খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের পক্ষে। তার আগে ২০১৮ সালেও বার্বাডোজের পক্ষে খেলেছিলেন এই সুপারস্টার। তাছাড়া ২০১৬ ও ২০১৭ সালে তিনি খেলেছিলেন জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে।
এশিয়া কাপের জন্য সাকিব অবশ্য দলের শুরুর দিকের কিছু ম্যাচে না-ও থাকতে পারেন। এসিসির আয়োজনে এশিয়া কাপ শুরু হওয়ার কথা আগস্টের শেষদিকে, যার পর্দা নামবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়া কাপ শেষ করেই সিপিএলের উদ্দেশে উড়াল দেবেন সাকিব।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।