██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সিরাজ ভারতের একজন চ্যাম্পিয়ন বোলার : লারা

মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ার পক্ষে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা

সিরাজ ভারতের একজন চ্যাম্পিয়ন বোলার : লারা

প্রকাশিত হয়েছে - 2024-04-12T22:13:48+06:00

আপডেট হয়েছে - 2024-04-12T22:13:48+06:00

আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না মোহাম্মদ সিরাজের। খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেট শিকারেও ব্যর্থ এই ডানহাতি পেসার। সবকিছু বিবেচনায় সিরাজকে কয়েক ম্যাচ বিশ্রাম দেয়া উচিত বলে মনে করেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]


এবারের আসরে বাজে পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখে চলছেন সিরাজ। ছয় ম্যাচ খেলে শিকার করেছেন মাত্র চার উইকেট। রানও বিলিয়েছেন অজস্র। ওভারপ্রতি ব্যয় করেছেন ১০.৪১ রান। অবশ্য গতবছর বেশ উজ্জ্বল ছিলেন সিরাজ। নতুন বলে উইকেট নেওয়ার পাশাপাশি গত মৌসুমে ১৯ ম্যাচ শিকার করেন ১৪ উইকেট। 

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।



লারা সিরাজকে চ্যাম্পিয়ন বোলার আখ্যায়িত করেছেন। তবে তার মতে সিরাজের বিশ্রাম প্রয়োজন। 


স্টার স্পোর্টসকে লারা বলেন,  “কয়েকটি কারণে তাকে বিশ্রাম দেওয়া উচিত। দলে কী ঘটছে তা তার ভাবা উচিত। তিনি সেই সিরাজ যাকে আমরা টেস্টে, ওয়ানডেতে কিংবা টি-টোয়েন্টিতে সব জায়গাতেই নতুন বলে উইকেট নিতে দেখেছি।"


" সে ভারতের জন্য একজন চ্যাম্পিয়ন বোলার, এমনকি আরসিবির হয়েও সে ভাল করেছেন। কিন্তু আমি মনে করি যে তার যা করা দরকার সে সেটা করছে না। তার বিশ্রাম প্রয়োজন, শুধুমাত্র মানসিকভাবে নয়, শারীরিকভাবেও কারণ সে প্রচুর ক্রিকেট খেলছে।”


লারার মতে সিরাজ কিছুটা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত মনে হয়েছে। 


তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৪টি টেস্ট খেলেছেন। সে অনেক ওভার বোলিং করে। তাকে শারীরিক ও মানসিকভাবে কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। আর এই ধরনের পরিশ্রমের পর যে কোনো বোলারের পক্ষে পরের দিন ঘুম থেকে উঠে সুস্থ বোধ করা কঠিন।”


লারা নিজেও এমন পরিস্হিতির মধ্যে দিয়ে গেছেন বলে জানান। সিরাজ শক্তভাবে ফিরে আসবেন এমনটাই আশা তার।



"আমিও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম। আপনার খেলা সম্পর্কে ভাবতে হবে, নেটে কঠোর পরিশ্রম করতে হবে, আপনার খেলায় কাজ করতে হবে। সিরাজকে দেখেছি এমনভাবে শক্তিশালী হয়ে ফিরে আসতে এবং আমি নিশ্চিত সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।"



বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.