
সিরিজ জেতার বিশ্বাস রাখছেন শান্ত
প্রকাশিত হয়েছে - 2024-11-10T05:29:43+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T05:29:43+06:00
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে সিরিজ জেতার সম্ভাবনাটা বেঁচে রইল টাইগারদের। তৃতীয় ম্যাচ এখন সিরিজ নির্ধারণী। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে ৯২ রানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে
এসেছে ৬৮ রানের জয়। তবুও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না টাইগার অধিনায়ক নাজমুল
হোসেন শান্ত। আরও উন্নতি করার জায়গা দেখছেন শান্ত। পরের ম্যাচে জিতে নিশ্চিত করতে
চান সিরিজ জয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ফলাফল নিয়ে চিন্তা না করে যদি প্রসেসটা ফলো করি, বিশ্বাস করি যে প্ল্যান করেছি, একজন আরেকজনকে বিশ্বাস করি, তাহলে সিরিজ জেতা সম্ভব। আমি আসলে ফলাফলে বিশ্বাস করি না, প্রসেস যদি ঠিক থাকে প্লেয়াররা যদি ১০০% মাঠে দেয়, তাহলে আমি খুশি। আমি বিশ্বাস করি যদি প্রসেস ফলো করি, ১০০% মাঠে দিলে আমরা বেশিরভাগ ম্যাচ জিতব।’
শান্ত আরও বলেন, ‘এই ম্যাচে যে আমরা ১০০% করতে পেরেছি এমনও না, উন্নতির জায়গা আছে। (জাকের আলী অনিকের স্টাম্পিং মিসের ব্যাপারে) স্টাম্পিংয়ের ব্যাপারটা আসলে অইটা স্টাম্পিং আসলে ছিল না। ডাউন দ্যা উইকেটে গিয়েছিল, কিন্তু বলটা এত আস্তে গিয়েছে অইখান থেকে স্টাম্পিংয়ের সময়টাও ছিল না। এর আগেই ব্যাটার ফিরে গেছে। এখানে কিপারের কোনো ভুল ছিল না। ২-১টা জায়গা এরকম হতে পারে। তবুও আমার মনে হয় অবশ্যই এই জায়গাগুলো যদি ঠিক করতে পারি তাহলে আরও আরামে জিততে পারব। সামনে বড় বড় ম্যাচে এগুলো আমাদের সাহায্য করবে।’
আগামী ১১ নভেম্বর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।