██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সিরিজ জয়ের লড়াইয়ে নামার অপেক্ষায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি।

সিরিজ জয়ের লড়াইয়ে নামার অপেক্ষায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

সিরিজ জয়ের লড়াইয়ে নামার অপেক্ষায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রকাশিত হয়েছে - 2023-12-05T21:57:12+06:00

আপডেট হয়েছে - 2023-12-05T21:57:12+06:00

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের সিরিজ জয়ের কথা কেউ বললে লোকে নির্ঘাত তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলত। বিশেষ করে নিজেদের স্বাচ্ছন্দ্যের ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে অমন ভরাডুবির পর টেস্টে সাফল্যের স্বপ্ন দেখাটাও খুবই কঠিন। ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাটে যে এখনও দুধের শিশুর কাতারেই আছে বাংলাদেশ।

 সিরিজ জেতার সুযোগ বাংলাদেশের সামনে। 

তবে সেই অভাবনীয় ঘটনাকেই ভাবনার সীমানায় নিয়ে এসেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নতুন ধাঁচের বাংলাদেশ সিলেট টেস্টে পেয়েছে ১৫০ রানের অবিস্মরণীয় এক জয়। যার ফলে সিরিজ জয়কে এখন তেমন অসম্ভব কিছু মনে হচ্ছে না, উঁকিঝুঁকি মারছে হোয়াইটওয়াশের স্বপ্নও।  

সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের ওমন দাপুটে পারফরম্যান্সই বদলে দিয়েছে দলের আবহ। আত্মবিশ্বাস তলানিতে ঠেকা একটি দল এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। বিশ্বকাপের পর কোচিং স্টাফ, ক্রিকেটার সবকিছুইতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্রিকেটারকে ছাড়াই নামতে হয়েছে টেস্ট সিরিজে, অধিনায়কও নতুন। তবুও এত প্রতিকূলতা অতিক্রম করে সিলেট টেস্টে ইতিহাস রাঙানো এক জয় পেয়েছে বাংলাদেশ।

 

সিলেটের পর এবার লড়াই চিরচেনা ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরের উইকেট বরাবরই স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। অতীতে বহুবার এই উইকেটে মুড়ি-মুড়কির মত উইকেট তুলেছেন স্পিনাররা। এবারও উইকেটে স্পিনারদের জন্য সহায়তা থাকার সম্ভাবনা বেশি।

 দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। 

ম্যাচের আগে অবশ্য একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অফ স্পিনার নাঈম হাসান অনুশীলনে চোট পেয়েছেন হাতে। যার ফলে মিরপুর টেস্টে তার মাঠে নামা নিয়ে শঙ্কা জেগেছে। শেষমেশ নাঈম খেলতে না পারলে তার বদলে একাদশে ঢুকে যেতে পারেন পেসার খালেদ আহমেদ। হাসান মুরাদের টেস্ট অভিষেকের অপেক্ষাটা সেক্ষেত্রে আরও একটু দীর্ঘায়িত হবে। এছাড়া একাদশের বাকিটা প্রথম টেস্টের মতই হতে যাচ্ছে।


ম্যাচের আগে বাংলাদেশের জন্য আশার জায়গা আছে বেশ কয়েকটি। তরুণ অধিনায়ক শান্তর বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের ঘূর্ণি জাদু বাংলাদেশকে আশা দেখাচ্ছে। সেই সাথে টপ অর্ডার ছন্দে থাকায় বোর্ডে রানও উঠছে। সবকিছু মিলিয়ে নিজেদের সর্বস্ব দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে চাইবে বাংলাদেশ। এমন সুযোগ বারবার আসে না, এবার যেহেতু এসেছে তা আর ছাড়তে চাইবে না টাইগাররা। সিরিজ জিততে পারলে এটি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়।

 মিরপুর টেস্টের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ। 

অন্যদিকে মিরপুর টেস্টের আগে কিছুটা ব্যাকফুটে আছে নিউজিল্যান্ড। সিলেটে টাইগারদের স্পিন ভেলকির সামনে বেশ ভুগতে হয়েছে কিউই ব্যাটারদের। কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল বাদে বাকিরা তেমন কেউ প্রতিরোধ গড়তে পারেননি। যার ফলে ব্যাটিং নিয়ে কাজ করার অনেক জায়গা আছে কিউইদের।


বোলিং নিয়ে যে খুব বেশি স্বস্তির জায়গা আছে তাও নয়। সিলেটে বাংলাদেশ যেভাবে উইকেটের সুবিধা কাজে নিউজিল্যান্ড অতটা পারেনি। অধিনায়ক টিম সাউদির কথাতেও ঘুরেফিরে এসেছে তা। প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারে কিউইরা। রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনারদের নিয়ে আলোচনা থাকলেও তাদের একাদশের বাইরে থাকার সম্ভাবনা বেশি। ঘুরে দাঁড়াতে হলে তাই মিরপুরে জ্বলে উঠতে হবে ইশ সোধি, অ্যাজাজ প্যাটেলদের। সেই সাথে ব্যাটিংয়েও হতে হবে আরও বেশি সাবলীল। ঘরের মাঠের শক্ত প্রতিপক্ষ বাংলাদেশকে হারাতে হলে নিউজিল্যান্ডকে থাকতে হবে নিজেদের সেরা ফর্মে। নতুবা প্রথমবারের মত টেস্ট সিরিজ হারতে হতে পারে বাংলাদেশের কাছে। দুই দলের লড়াইটা তাই সেয়ানে সেয়ানে হবে বলেই আশা করা যাচ্ছে।

 

দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ৬ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে দুই দলের ব্যাট-বলের লড়াই।

 

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

 

বাংলাদেশ : জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপু, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।

 

নিউজিল্যান্ড : ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাজাজ প্যাটেল। 



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

   

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.