সিলেটের মালিকের বিরুদ্ধে তামিমকে গালি দেয়ার অভিযোগ
বিপত্তিটা শুরু হয়েছিল দুই ক্রিকেটারের এনওসি নিয়ে। অবশেষে তা গড়ায় উত্তপ্ত বাক্য বিনিময়ে। তামিম ইকবাল ও সিলেট সুপারস্টার্সের মালিককে উত্তপ্ত আলাপ করতে দেখা গিয়েছে বাউন্ডারি লাইনের পার্শ্বে।
সিলেট সুপার স্টার্সের দুই ক্রিকেটারের এনওসি ছাড়াই মাঠে নামে। টসের আগে চট্টগ্রাম ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালকে দেয়া একাদশে ছিল না তাদের নাম। কিন্তু খেলা শুরু হও মাঠে দেখা যায় তাদের। আর এ দুই ক্রিকেটার হলেন রবি বোপারা ও জশ কব। আর তা দেখে মাঠে বল গড়ানোর আগেই তামিম মাঠ ছাড়েন। এমন অব্যবস্থাপনা দেখে খেলতে নারাজ ছিলেন তামিম ইকবাল। এরপর খেলা শুরু হয় প্রায় সোয়া এক ঘণ্টা পর।
Also Read - কুপারে কুপোকাত রংপুর রাইডার্সতবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন তামিম ইকবাল। তার বাবা-মা নিয়ে গালি দেয়ার অভিযোগ তুলেন সিলেট সুপার স্টার্সের কর্ণধার আজিজুল ইসলামের বিপক্ষে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম আজিজুল ইসলামের নাম মুখে সরাসরি না বললেও ইঙ্গিত ছিল তার দিকেই। কারো বাবা-মা নিয়ে গালি দেয়ার অধিকার কারো নেই বলে মনে করেন তামিম ইকবাল। তামিম জানান, সিলেটের কর্ণধারকে তামিম বেশ সম্মান দিয়েই কথা বলেন। সম্বোধন করেন ‘স্যার’ বলে। তবে তার জবাব বেশ বাজে ভাবে দেন আজিজুল ইসলাম।
তামিম বলেন, “আমি নিজেকে বিসিবির অংশ হিসেবে মনে করি। আশা করি বিসিবি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমি ভিক্ষুক নই। আমি খেলতে এসেছি। আমি আমার দলের প্রতিনিধিত্ব করছি”।