সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে পাকিস্তান
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল

প্রকাশিত হয়েছে - 2024-03-26T22:24:45+06:00
আপডেট হয়েছে - 2024-03-26T22:24:45+06:00
সীমিত ওভারের সিরিজ খেলতে এ বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে পাকিস্তান। খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। দীর্ঘ দিন পর সীমিত ওভারে অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে পাকিস্তান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ) পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। এর আগে গত বছরের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। সিরিজ থেকে হারের স্মৃতিই সঙ্গী হয়েছিল পাকিস্তানের।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় নয় বছর পর ওয়ানডে খেলবে পাকিস্তান। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর অ্যাডিলেড ও পার্থে যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে অজিরা।
পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের সূচি:
৪ নভেম্বর - প্রথম ওয়ানডে - মেলবোর্ন
৮ নভেম্বর - দ্বিতীয় ওয়ানডে - অ্যাডিলেড
১০ নভেম্বর - তৃতীয় ওয়ানডে - পার্থ
১৪ নভেম্বর - প্রথম টি-টোয়েন্টি - ব্রিসবেন
১৬ নভেম্বর - দ্বিতীয় টি-টোয়েন্টি - সিডনি
১৮ নভেম্বর - তৃতীয় টি-টোয়েন্টি - হোবার্ট
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।