‘সুযোগ না পেলে মূল্যায়ন করা কঠিন’ , জাকির ইস্যুতে মাশরাফি
টেস্টে নিয়মিত মুখ জাকির হাসান। ওয়ানডেতেও সুযোগ পেয়েছেন এমনকি টি-টোয়েন্টিতেও। তবে ঐ দুই ফরম্যাটে বেশি একটা সুযোগ পাননি জাকির।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-20T11:23:10+06:00
আপডেট হয়েছে - 2024-01-20T11:23:10+06:00
যে কারণে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা না দেখেই জাকিরকে মূল্যায়ন করতে চাননি। বরং বিপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে আত্মবিশ্বাস পাবে বলে মনে করেন তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
যে-জোনে-বল-চেয়েছেন-সেখানেই-পেয়েছেন-দিপু
বিপিএলের গত আসরেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন জাকির। এবারের শুরুটাও যেন দারুণ হয়েছে তাঁর। দল হেরেছে তাঁতে কী? সিলেটের ব্যাটিংয়ের মূল কাণ্ডারি ছিলেন জাকিরই। তাঁর অতিমানবীয় ব্যাটিং সিলেটকে ভালো পুঁজি এনে দেয়।
সাত চার ও এক ছয়ে ৪৩ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকির হাসান। গতবার ভালো খেলে জাতীয় দলে সুযোগ পান। টেস্টে নিয়মিত হলেও বাকি দুই ফরম্যাটে এখনও নিয়মিত হতে পারেননি। সুযোগ না পাওয়ায় মাশরাফি এজন্যই জাকিরকে এত তাড়াতাড়ি মূল্যায়ন করতে চাননি।
“আমি আসলে মূল্যায়ন করিনি। জাকিরকে আগেরবার থেকেই তো দেখছি। ও তো টেস্টেও ভালো করেছে। হয়েছে কি- ও তো সুযোগটা এখনও ঐভাবে পাচ্ছে না। একজন ক্রিকেটার যদি নিয়মিত সুযোগ না পায় তখন তো তাঁকে মূল্যায়ন করা কঠিন। তবে গত বছর থেকে ও ভালোই খেলছে।”
তিনি আরও যোগ করেন, “আমি যতটুকু শুনেছি মাঝখানে একটা ইঞ্জুরি হয়েছিল। সেজন্য একটা গ্যাপ গিয়েছে। আবার আজকে খুব ভালো শুরু করেছে। আশা করছি ও যদি টুর্নামেন্টে ভালো করে তাহলে ওর আত্মবিশ্বাস বাড়বে।”
জাকিরের ইনিংসটি ভেস্তে গেলেও জলে যায়নি আরেক তরুণ ক্রিকেটার শাহাদাৎ হোসেন দিপুর। এবারের আসরে চট্টগ্রামের হয়ে খেলা দিপু প্রথম ম্যাচেই ৩৯ বলে ৫৭ রানের অপরাজিত ম্যাচজয়ী ইনিংস খেলেন। এই তরুণের ব্যাটিংয়ের প্রশংসাও করলেন মাশরাফি।
“দিপু আজকে ভালো খেলেছে। গতবছর ওইভাবে দেখা হয়নি তাঁকে। এর ভেতরে ঘরোয়া ক্রিকেটে কেমন পারফর্ম করেছে সেটা জানি না তো আমার জন্য বলা কঠিন। তবে আজকে দারুণ ব্যাটিং করেছে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।