সেন্ট লুসিয়ায় পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করলেন ক্রিকেটাররা
জাতীয় দলের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন সুদূর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায়। তবে সেখানে বসেই ক্রিকেটাররা শামিল হলেন ঐতিহাসিক এই মুহূর্তে।
Siam Chowdhuryক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় দলের খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন সুদূর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায়। তবে সেখানে বসেই ক্রিকেটাররা শামিল হলেন ঐতিহাসিক এই মুহূর্তে।
সেন্ট লুসিয়ায় টেস্টের ব্যস্ততার মধ্যেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিশাল একটি কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনের উদযাপনে অংশ নেন। এ সময় ক্রিকেটাররা একে অপরকে কেক খাইয়ে দেন।
শনিবার (২৫ জুন) সেতুর মাওয়া প্রান্তে গাড়ি বহর নিয়ে প্রবেশের আগে টোল প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টার দিকে মাওয়া প্রান্তেই সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তে আরও একটি উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রবিবার (২৬ জুন) থেকে পদ্মা সেতু দেশের সব মানুষের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা। পদ্মা সেতু নির্মাণে তাই ক্ষণে ক্ষণে অপেক্ষা করছিল নানা চ্যালেঞ্জ। সেই সাথে ছিল বিরাট অঙ্কের অর্থের যোগান নিয়ে সংশয়। তবে দেশের অর্থেই শেষপর্যন্ত সগৌরবে দাঁড়িয়েছে পদ্মা সেতু, যার বদৌলতে দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তর এলাকার সাথে দেশের যোগাযোগব্যবস্থা সুগম হল।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বর্ণিল উদযাপনে শামিল হয়। বোর্ডের ঊর্ধ্বতন কর্তাদের উপস্থিতিতে ক্রিকেট অঙ্গন সাক্ষী হয় ঐতিহাসিক এই মুহূর্তের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও কেক কেটে উদযাপন করেন পদ্মা সেতুর বহুল প্রতীক্ষিত উদ্বোধন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।