
টিকে স্পোর্টস আয়োজিত প্রত্যয় কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ পাওয়ার্ড বাই রংপুর রাইডার্স, আজকের দিনের প্রথম ম্যাচে এসপিজেড এর মুখোমুখি হয় হক ব্রাদার্স।
এসপিজেড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে। ১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ১৪৯ রানের থামে হক ব্রাদার্সের ইনিংস। ফলে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে এসপিজেড। ৫১ রান করে ম্যাচসেরা হন এসপিজেড বয়েজের মুলার।
দিনের দ্বিতীয় ম্যাচে এএমজিটির মুখোমুখি হয় লায়লা ক্রিকেট ক্লাব। এএমজিটি প্রথমে ব্যাট করে রোহিতের ৭৫ ও মাসুদের ৭০ রানের উপর ভর করে ১৮৩ রান সংগ্রহ করে। ১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে সুমন ও জনির অপরাজিত অর্ধশতকে ৬ বল বাকি থাকতেই জয়লাভ করে লায়লা ক্রিকেট ক্লাব। ৫৯ রান করে ম্যাচসেরা হন লায়লা ক্রিকেট ক্লাব এর জনি।
আগামী ৪ জানুয়ারী টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সকাল ৯ টায় লায়লা ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে লিটল এঞ্জেলস ও একই দিন দ্বিতীয় সেমিফাইনালে দুপুর ১২:১৫ মিনিটে টেক্স স্টাইলস বিডির মুখোমুখি হবে এসপিজেড বয়েজ।
এবারের টুর্নামেন্টের টাইটেল স্পনসর ” প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেড” পাওয়ারড বাই রংপুর রাইডার্স” । কো-স্পনসর হিসেবে আছে” লায়লা গ্রুপ,রেভজোল লুব্রিকেন্টস ,টেক্স স্টাইল বিডি লিমিটেড ও এএমজিটি”।টুর্নামেন্টের প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ , অনলাইন মিডিয়া পার্টনার বিডিক্রিকটাইম ও রেডিও পার্টনার হিসেবে আছে ঢাকা এমএম ৯০.৪.