██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সৈকতের সেঞ্চুরিতে ভর করে শেখ জামালের সহজ জয়

দাপুটে জয় পেয়েছে শেখ জামাল।

সৈকতের সেঞ্চুরিতে ভর করে শেখ জামালের সহজ জয়

সৈকতের সেঞ্চুরিতে ভর করে শেখ জামালের সহজ জয়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-05-10T19:32:07+06:00

আপডেট হয়েছে - 2023-05-10T20:58:44+06:00

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আরও একটি জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সৈকত আলির সেঞ্চুরির সুবাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জকে ৫৯ রানে হারিয়েছে শেখ জামাল।

দারুণ এক জয় পেয়েছে শেখ জামাল। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে আগে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে শেখ জামাল। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৫। ২৩ বলে ১৮ রানের ইনিংস খেলে আউট হন সাইফ হাসান। তিনে নেমে সুবিধা করতে পারেননি ফর্মে থাকা ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। দলের বোর্ডে রান তখন ৪৬।

এরপর দলের হাল ধরেন টিকে থাকা ওপেনার সৈকত আলি এবং চারে নামা নুরুল হাসান সোহান। সাবলীল ব্যাটিংয়ে দুজনই বেশ ভালোভাবে ক্রিজে জমে যান। শুরুর বিপদটাও বেশ ভালোভাবেই কাটিয়ে ওঠে শেখ জামাল। ফিফটির দেখা পান দুজনই। সৈকত চলে গিয়েছিলেন সেঞ্চুরির অনেক কাছেও।


শেষমেশ সেঞ্চুরির দেখাও পেয়েছেন সৈকত। ৮১ বলে ১০৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলের ১৫৭ রানের মাথায় আউট হয়েছেন তিনি, ভেঙেছে সোহান এবং সৈকতের ১১১ রানের জুটি। সোহান আউট হয়েছেন ফিফটি পেরিয়েই। ৭৭ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে দলের ২১৩ রানের মাথায় আউট হন সোহান।


শেষদিকে ঝড় তোলেন জিয়াউর রহমান এবং পারভেজ রসুল। দুজনের টর্নেডো গতির দুইটি ইনিংসে ভর করে ৩৫০ রানের কোটা ছুঁয়ে ফেলে শেখ জামাল। ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন জিয়া। অন্যদিকে ২৫ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলে শেষপর্যন্ত টিকে ছিলেন পারভেজ। এছাড়া ৫০ বলে ৪২ রানের ইনিংস খেলেন রবিউল ইসলাম রবি। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫০ রানের সংগ্রহ দাঁড় করায় শেখ জামাল।

 

রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট নেন চিরাগ জানি এবং জাওয়াদ রয়েন। এছাড়া ১ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন ওপেনিং জুটিতে চমকে দেয় রূপগঞ্জ। পারভেজ হোসেন ইমনের সাথে ওপেনিংয়ে নামেন মাশরাফি বিন মুর্তজা। লাভের লাভ কিছু হয়নি অবশ্য। ৯ বলে ৩ রান করে শুরুতেই ফিরে গেছেন মাশরাফি। দলের রান তখন ৮।

 

এরপর তিনে নামা সোহাগ গাজী ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। বেধড়ক পিটুনিতে ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলেন তিনি। এরপর চারে নামা ইরফান শুক্কুর এবং টিকে থাকা ওপেনার ইমন দলের হাল ধরেন। ফিফটি হাঁকান ইমন। অন্যদিকে ইরফানও জমে গিয়েছিলেন ক্রিজে। দুজনের সাবলীল ব্যাটিংয়ে শুরুর বিপদটা কাটিয়ে উঠছিল রূপগঞ্জও। তবে ফিফটি ছুঁয়ে বেশি দূর আগাতে পারেননি ইমন। ৬৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। দলের রান তখন ১৩৪।

 আবারও জিতেছে শেখ জামাল। 

ইমনের আউটের পর যেন শনির দশা লাগে রূপগঞ্জের ইনিংসে। একের পর এক উইকেট হারাতেই থাকে তারা। এক প্রান্ত আগলে রেখে খেলে যাওয়া ইরফান শুক্কুর অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েও ম্যাচটা আর বাঁচাতে পারেননি। বৃষ্টির বাগড়ায় কার্টেল ওভারের ম্যাচে ৪৬.১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলতে পারে রূপগঞ্জ, ম্যাচ হেরে যায় ৫৯ রানে।

 

শেখ জামালের হয়ে ৩ উইকেট নেন পারভেজ রসুল। এছাড়া ২ উইকেট নেন আরিফ আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন শহিদুল ইসলাম এবং সাইফ হাসান।

 

এই জয়ের ফলে সুপার লিগের পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে শেখ জামাল। ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট পাওয়া আবাহনী রানরেটে এগিয়ে থাকায় আছে শীর্ষে। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট পাওয়া রূপগঞ্জের অবস্থান একদম তলানিতে।   


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 

 

 



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.