স্টার্কের চেয়ে বেশি উইকেট শিকার করবেন মুস্তাফিজ, বিশ্বাস ভক্তদের
স্টার্কের চেয়ে ভালো করবেন মুস্তাফিজ এমনটাই মত দর্শকদের

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-04-08T23:40:20+06:00
আপডেট হয়েছে - 2024-04-08T23:42:18+06:00
এক ম্যাচ পর আবারও চেন্নাইয়ের একাদশে ফিরেছেন মুস্তাফিজ। কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে ফিরেই দুর্দান্ত বোলিং করেছেন কাটার মাস্টার। নজরকাড়া বোলিংয়ের পাশাপাশি শিকার করেছেন দুই উইকেট। মুস্তাফিজকে নিয়ে ভক্তদেরও মাতামাতি করতে দেখা গেছে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মুস্তাফিজুর রহমান
আইপিএল টি-টোয়েন্টি ডট কমে একটি জরিপে ভোট দিয়েছেন সমর্থকরা। সেখানে প্রশ্ন করা হয় মুস্তাফিজ এবং স্টার্কের মধ্যে কে সবচেয়ে বেশি উইকেট শিকার করবেন। বেশিরভাগ সমর্থকরা ভোট দিয়েছেন কাটার মাস্টারের পক্ষেই। শতকরা ৮৩ ভাগ মানুষ মনে করেন এবারের আইপিএলে মুস্তাফিজ স্টার্কের চেয়ে বেশি উইকেট শিকার করবেন। অন্যদিকে ১৭ শতাংশ মানুষ মনে করেন স্টার্ক মুস্তাফিজের চেয়ে বেশি উইকেট শিকার করবেন।
আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের ভিসার কাজে দেশে আসায় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলা হয়নি তার। এর আগে সর্বোচ্চ উইকেটশিকারী থাকলেও ম্যাচ না খেলায় পিছিয়ে পড়েন পার্পল ক্যাপের দৌড়ে। ফিরেই দুই উইকেট শিকার করে আবারও শীর্ষে উঠে এসেছেন মুস্তাফিজ। আজ ফিরিয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্ককে। ধোনি আন্দ্রে রাসেলের ক্যাচ মিস না করলে পেতে পারতেন আরো একটি উইকেট।
অন্যদিকে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক যেন হারিয়ে খুঁজছেন নিজেকে। প্রথম দুই ম্যাচেই রান বিলিয়েছেন স্টার্ক। তৃতীয় ম্যাচে এসে পান উইকেটের দেখা। সবমিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটারের আট বছর পর আইপিএলে ফেরাটা সুখকর হয়নি। চেন্নাইয়ের বিপক্ষেও উইকেটশূন্য স্টার্ক ছিলেন খরুচে। তাইতো ভক্ত-সমর্থকরাও মনে করছেন স্টার্কের চেয়ে ভালো করবেন মুস্তাফিজ। শিকার করবেন বেশি উইকেট।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ক্লিক করুন এখানেডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।