স্টেইনের চোখে বিশ্বকাপের শীর্ষ উইকেটশিকারি যারা
তালিকায় পাঁচজন পেসারকে রেখেছেন স্টেইন।

স্টেইনের তালিকায় নেই বুমরাহ-স্টার্ক
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2023-10-02T12:21:16+06:00
আপডেট হয়েছে - 2023-10-02T12:24:11+06:00
বিশ্বকাপ শুরুর অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। ইতোমধ্যে বিশ্বকাপ নিয়ে অনেক ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ নিজের সেরা পাঁচ পেস বোলারকে বেছে নিলেন। তার মতে, তার দেওয়া পাঁচজন পেসার এবারের বিশ্বকাপে সকলের নজর কাড়বেন। স্টেইন জানিয়েছেন কে হবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি।
ডেল স্টেইন
এবারের বিশ্বকাপে পাঁচ পেসারের দিকে চোখ রাখতে বলছেন দক্ষিণ আফ্রিকা সাবেক পেসার ডেল স্টেইন। তিনি মনে করেন, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ইংল্যান্ডের মার্ক উডের সঙ্গে বিশ্বকাপে ঝড় তুলতে পারেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতের মোহাম্মাদ সিরাজের মতো পেসাররা।
তবে অবাক করা বিষয় হলো বিশ্বকাপের সম্ভাব্য সেরা পাঁচ পেসারের তালিকায় মোহাম্মদ সিরাজের নাম সবার আগে বললেও জাসপ্রিত বুমরাহকে রাখেননি স্টেইন। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা রাখেননি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ককেও।
আইসিসির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওতে স্টেইনকে পছন্দের পাঁচ পেসারের নাম প্রকাশ করতে দেখা যায়। সেখানে সাবেক এই প্রোটিয়া গ্রেট বলেন, উড, আফ্রিদি, বোল্ট, সিরাজ ও রাবাদা সবাই নিজেদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে উজ্জ্বল হয়ে উঠবে। তাদের বোলিং দেখার জন্য অপেক্ষায় আছেন তিনি।
বিশেষ করে শাহিন শাহ আফ্রিদির কথা আলাদাভাবেই বলেছেন স্টেইন। বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে ব্যাটারদের কঠিন পরীক্ষা নেওয়া এবং সমীহ জাগানিয়া বোলারদের তালিকা করলে তাতে অনায়াসেই পাকিস্তানের শাহিন আফ্রিদির নাম আসবে। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের অধিনায়ক রোহিত শর্মার বিপক্ষে তার বোলিং দেখতে মুখিয়ে আছেন অনেকেই। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ৪৪টি ম্যাচে ২৩.৩৬ গড়ে ৮৬টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।
ওয়ানডে বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছেন মোহাম্মদ সিরাজ। এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট শিকারের মাধ্যমে শ্রীলঙ্কাকে ৫০ রানে গুটিয়ে দিতে মূখ্য ভূমিকা রাখেন এই ভারতীয়। সেই সঙ্গে ওয়ানডে সংস্করণে বোলারদের র্যাংকিংয়েও শীর্ষে উঠে এসেছেন এই ডানহাতি পেসার। ওয়ানডে ক্যারিয়ারে ৩০ ম্যাচে ২০.০১ গড়ে ৫৪ উইকেট পেয়েছেন সিরাজ।
স্টেইনের তালিকায় থাকা একমাত্র দক্ষিণ আফ্রিকান হলেন কাগিসো রাবাদা। ধারাবাহিকতার অভাবে সাম্প্রতিক সময় ২৮ বছর বয়সী এই বোলারের ফর্ম কিছুটা পড়তির দিকে রয়েছে। তবে স্বাগতিক ভারতের কন্ডিশন সুপরিচিত থাকার অভিজ্ঞতাই রাবাদাকে এই তালিকায় রাখার পেছনে ভূমিকা রেখেছে। ওয়ানডে ক্যারিয়ারে ৯২টি ম্যাচে ২৭.৭৫ গড়ে ১৪৪ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এ ডানহাতি ফাস্ট বোলার।
স্টেইনের তালিকায় থাকা পাঁচ পেসারের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। বোর্ডের সঙ্গে তিনি চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ঠিকই দলে ফিরেছেন এই বাঁহাতি পেসার। ২০১৫ বিশ্বকাপে যৌথ সর্বোচ্চ উইকেটেরও মালিক ছিলেন বোল্ট। ৩৪ বছর বয়সী এই কিউই ফাস্ট বোলারের বড় অস্ত্র তার বিষধর ইনসুইঙ্গার। ওয়ানডেতে ১০৪টি ম্যাচে ২৩.৫৬ গড়ে ১৯৭টি উইকেট নিয়েছেন বোল্ট।
তালিকার অন্য চার বোলারের চেয়ে উইকেট সংখ্যার দিক থেকে অনেকটাই পেছনে রয়েছেন ইংল্যান্ডের মার্ক উড। ৫৯টি ওয়ানডে খেলে ৩৭.৮৮ গড়ে মাত্র ৭১টি উইকেট নিয়েছেন এ ইংলিশ পেসার। তবে বাকিদের চেয়ে উডের পার্থক্যটা গতিতে। ২২ গজে নিয়মিতই ঘণ্টায় ১৫০ কিলোমিটারের চেয়েও বেশি গতিতে বল করেন উড। ক্যারিয়ারে কখনো গতির সঙ্গে আপস না করা স্টেইন তাই আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য সেরা পেসারের তালিকায় ৩৩ বছর বয়সী এই ফাস্ট বোলারকে রেখেছেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।