হচ্ছে না আরব আমিরাতের টি-২০এক্স

প্রকাশিত হয়েছে - 2018-11-16T13:54:37+06:00
আপডেট হয়েছে - 2018-11-16T14:59:06+06:00
ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট টি-২০এক্স। নানান দেশের তারকা ক্রিকেটারদের অংশ নেওয়াও চূড়ান্ত হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি বিক্রি না হওয়ায় টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

আগামী মাসে টুর্নামেন্টটি হচ্ছে না বলে বৃহস্পতিবার জানায় আয়োজকরা। কুমার সাঙ্গাকারা, ডেভিড মিলার, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদির মত তারকারা ছিলেন আইকন হিসেবে। এছাড়া টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
এ টুর্নামেন্টের জন্য
ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। এত তারকাখচিত টুর্নামেন্ট হলেও পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজিরই কোনো ক্রেতা পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের আমিরাত ক্রিকেট বোর্ড এবং ওপি- এ দুইটি সংস্থা টুর্নামেন্টের আয়োজকের ভূমিকায় ছিল। বৃহস্পতিবার টি-২০এক্স টুর্নামেন্টের টুইটার পাতায় জানানো হয়,
"আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওপি পারস্পরিক আলোচনার পর সম্মত হয়েছে যে আসন্ন ডিসেম্বর-জানুয়ারিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ টি-২০এক্স অনুষ্ঠিত হবে না।"
আগ্মাঈ ১৯ ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট। পাঁচ দলের এ টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ১১ জানুয়ারি।
দেশের মানুষের কাছে সাকিব পরিচিত ক্রিকেটের মাধ্যমেই। রাজনীতিতে তার আগ্রহ তো সাম্প্রতিক বিষয়। সাকিবের ক্রিকেট ও রাজনীতির যোগসূত্র খুঁজলে যাকে পাওয়া যায়, সেই নাজমুল হাসান পাপন এতদিন সাকিবের নির্বাচন ইস্যুতে মুখ খোলেননি। এমনকি মুখ খোলেননি ক্রিকেট অঙ্গনের কেউই। অবশ্য সেই ‘চুপ’ থাকার ধারাবাহিকতা ভেঙেছে...