██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হাবিবুরের টর্নেডো ইনিংসে রান পাহাড়ে উঠে জিতল গাজী গ্রুপ

চার উইকেট নিয়েছেন গাজী গ্রুপের পেসার সাকলাইন

হাবিবুরের টর্নেডো ইনিংসে রান পাহাড়ে উঠে জিতল গাজী গ্রুপ
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-04-16T17:20:43+06:00

আপডেট হয়েছে - 2024-04-16T17:20:43+06:00

Brothers Union vs Gazi Group Cricketers

সমাপ্ত
List A59th MatchDhaka Premier Division Cricket League16-Apr-20243:30 AM

Bangladesh Krira Shikkha Protisthan No 4 Ground

Brothers Union
Brothers Union
178/10 (40.3)
Gazi Group Cricketers
Gazi Group Cricketers
344/7 (50)

Gazi Group won by 130 runs (DLS)

ম্যান অব দ্য ম্যাচHabibur Rahman Sohan (Bangladesh)

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগে ব্যাট করে ৩৪৪ রানের বড় পুঁজি পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটির চার ব্যাটার করেন অর্ধশতক। হাবিবুর রহমান সোহান খেলেন ৮১ রানের মারকুটে ইনিংস। জবাবে ব্রাদার্স ইউনিয়ন অলআউট হয়েছে ১৭৮ রানে।

হাবিবুর রহমান সোহান

সাভারে টস জিতে আগে ব্যাট করতে নামে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অধিনায়ক মেহেদী মারুফ ৮ বলে মাত্র ২ রান করে রাহাতুল ফেরদৌস জাভেদের বলে এলবিডব্লিউ হন। তবে মারুফের উইকেটের কোনো বিরূপ প্রভাব পড়তে দেননি আনিসুল ইসলাম ইমন ও হাবিবুর রহমান সোহান। দুইজনই হাঁকান অর্ধশতক।

তার দুইজনে গড়েন ১৩৩ রানের জুটি। মাত্র ১০০ বলে আসে তাদের এই দুর্দান্ত জুটি। হাবিবুর আউট হওয়ার যার সমাপ্তি ঘটে। রাহাতুলের দ্বিতীয় উইকেটে পরিণত হওয়ার আগে ৮১ রান করেন হাবিবুর। মাত্র ৫৫ বলে এই ইনিংস খেলেন তিনি। তার বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৫টি ছক্কায়। স্ট্রাইকরেট ছিল ১৪৭.২৭।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

দলকে দুর্দান্ত অবস্থানে রেখে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে হাবিবুর মাঠ ছাড়েন। খানিকবাদেই জুবায়ের হোসেনের বলে আউট হন ওপেনার আনিসুল। তিনি করেন ৬৩ বলে ৬৫ রান। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ২টি ছক্কা। 

তারপর সাব্বির হোসেন শিকদার ও আল-আমিন জুনিয়রও অর্ধশতক হাঁকান। তারা দুইজন গড়েন ১১৪ রানের জুটি। এই শতরানের জুটি ভাঙে আল-আমিন বিদায় নেওয়ার মাধ্যমে। ৬৬ বলে ৬৪ রান করেন তিনি।

সাব্বির থামেন ৭৪ রানে। তার ৭৮ বলের ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা। তারপর মঈন খান খেলেন ২২ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস। আব্দুল গাফফার সাকলাইন করেন ৬ বলে ১০ রান।


ব্যাটারদের সম্মিলিত নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৪ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। হারায় সাতটি উইকেট। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে তিনটি উইকেট নেন রাহাতুল ফেরদৌস।

ম্যাচের মাঝে নামে বৃষ্টি। ডি/এল পদ্ধতিতে ব্রাদার্স ইউনিয়নের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩০৯ রান। ওপেনার রহমতউল্লাহ আলি ২৬ বলে ২৬ রান করে আউট হন। তিনটি ছক্কার সাথে একটি চার হাঁকান রহমত।

আরেক ওপেনার আব্দুল মজিদ খেলেন খুবই ধীরগতির ইনিংস। ৮৪ বলে মাত্র ৫১ রান করেন তিনি। তবে এরপর মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের কেউই রুখে দাঁড়াতে পারেননি।

ইমতিয়াজ হোসেন ২১ বলে ১২ রান, মাহমুদুল হাসান ৪৮ বলে ২৪ রান, মিরাজ মাহবুব নিলয় ৮ বলে ৩ রান, রাহাতুল ১২ বলে ১৩ রান করে আউট হন।

নির্ধারিত ৪১ ওভারের ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। থামে ১৭৮ রানে। বৃষ্টি আইনে ১৩০ রানে জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

গাজী গ্রুপের পক্ষে সাকলাইন শিকার করেন চারটি উইকেট। দুইটি উইকেট পান শেখ পারভিজ জীবন।



বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.