হাবিবুরের বিধ্বংসী সেঞ্চুরি, অন্য ম্যাচে পারটেক্সের কষ্টার্জিত জয়

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-04-19T19:17:11+06:00
আপডেট হয়েছে - 2024-04-19T19:17:11+06:00
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৫৫ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলার পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটার হাবিবুর রহমান সোহান। এবার তার ৮১ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে সিটি ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। বিকেএসপির অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। [গুগোল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে ১৮০ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। রুয়েল মিয়ার তিন উইকেট শিকারের দিনে মামুলী এই লক্ষ্য মাত্র ২৪.১ ওভারে তাড়া করে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
১৩ রান করে অধিনায়ক মেহেদী মারুফ বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েন আনিসুল ইসলাম ও হাবিবুর রহমান। ৫০ বলে ৬১ রান করে আনিসুল বিদায় নিলেও হাবিবুর ৮১ বলে ১০২ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা।
বিকেএসপিতে অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ও পারটেক্সের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৯ রান জড়ো করা রূপগঞ্জ টাইগার্সের হয়ে ১১১ বলে ৮১ রান করেন উইকেটরক্ষক ব্যাটার জসীম উদ্দিন। এছাড়া সোহাগ গাজীর ব্যাট থেকে আসে ৬৭ রান।
জবাব দিতে নেমে তানবীর হায়দারের অপরাজিত ৭২ ও আহরার আমিনের ৫৮ রানের ইনিংসে ভর করে ৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় পারটেক্স।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।