██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হাবিবুরের ‘৬৬’ বলে ‘১০১’, গাজী গ্রুপের দাপুটে জয়

বোলারদের পিটিয়ে কচুকাটা করে সেঞ্চুরি করেছেন হাবিবুর।

হাবিবুরের ‘৬৬’ বলে ‘১০১’, গাজী গ্রুপের দাপুটে জয়

হাবিবুরের ‘৬৬’ বলে ‘১০১’, গাজী গ্রুপের দাপুটে জয়

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-04-17T19:10:29+06:00

আপডেট হয়েছে - 2023-04-17T19:10:29+06:00

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকের ম্যাচে বড়সড় এক জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৫৬ রানে হারিয়েছে তারা। বিস্ফোরক এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর রহমান।

বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর, জিতেছে গাজী গ্রুপও। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাটিংয়ে নেমেই অবশ্য ওপেনার মেহেদী মারুফের উইকেট হারিয়ে ফেলে তারা। ৯ বল খেলেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি। তিনে নামা ফরহাদ হোসাইনও টেকেননি বেশিক্ষণ। ৭ বলে ৫ রানের ইনিংস খেলে দলের ২৫ রানের মাথায় আউট হয়ে যান তিনি।

তবে ক্রিজে থিতু হয়ে যান অন্য ওপেনার হাবিবুর রহমান। অন্য সুবিধা করতে না পারলেও হাবিবুর ছিলেন বেশ সাবলীল। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে রকেটের গতিতে রান তুলছিলেন তিনি। আর এমন ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে উঠতে শুরু করে গাজী গ্রুপও। দ্রুতই হাবিবুর ফিফটি ছুঁয়ে ফেলেন। অন্য প্রান্তে চারে নামা রবি তেজাও ভালোই সঙ্গ দিয়ে যাচ্ছিলেন হাবিবুরকে। ব্যাটিংয়ের সুযোগ অবশ্য খুব একটা পাচ্ছিলেন না। তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন হাবিবুর।

 

তৃতীয় উইকেটে ১০৬ রানের দারুণ এক জুটি গড়েন হাবিবুর-তেজা। অনবদ্য এক সেঞ্চুরি হাঁকান হাবিবুর। ৬৬ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলে দলের ১৩১ রানের মাথায় আউট হন তিনি। তবে আউট হওয়ার আগে দলের ইনিংসের শক্ত একটি ভীতও দাঁড় করিয়ে দিয়ে গেছেন।


হাবিবুরের আউটের পর ঝড় তোলেন রবি তেজা। শুরুর ভীতটাকে কাজে লাগিয়ে দলের ইনিংসটাকে বড় করছিলেন তিনি। অন্য প্রান্তের ব্যাটাররাও ছোট ছোট কার্যকরী কিছু ইনিংস খেলে দলের রানের চাকাকে সচল রাখছিলেন। তবে তেজা আগাছিলেন দুরন্ত গতিতে। ফিফটি ছুঁয়েও এগোচ্ছিলেন দোর্দন্ড প্রতাপে।


সেঞ্চুরির খুব কাছে গিয়েও অবশ্য সেঞ্চুরিটা হাতছাড়া হয়েছে তেজার। ৮৫ বলে ৯০ রানের দারুণ এক ইনিংস খেলে দলের ২৩৭ রানের মাথায় বিদায় নেন তিনি। এরপর শেষ দিকে ঝড় তোলেন মেহরাব হোসেন এবং এনামুল হক। ফিফটি থেকে হাতছোঁয়া দূরত্বে আউট হয়েছেন মেহরাব, ৩৯ বলে করেছেন ৪৮ রান। অন্যদিকে ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেন এনামুল। ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৩৩ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ।

 

শাইনপুকুরের হয়ে ৩ উইকেট শিকার করেন মাসুম খান টুটুল। এছাড়া ২ উইকেট নেন হাসান মুরাদ।

 

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড়সড় ধাক্কা খায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগ্রাসী ব্যাটিং করলেও টপাটপ উইকেট হারাতে থাকে দলটি। দলের ৫৮ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান শীর্ষ চার ব্যাটার। এরপর দলের হাল ধরেন অমিত হাসান এবং গাজী মোহাম্মদ তাহজিবুল ইসাম। দুজনে মিলে গড়েন ৭১ রানের লড়াকু এক জুটি। তবে ৫৬ বলে ৪০ রানের ইনিংস খেলে দলের ১২৯ রানের মাথায় অমিত আউট হয়ে গেলে ম্যাচ থেকে একরকম ছিটকেই যায় শাইনপুকুর।

 

পরে তাহজিবুল ফিফটি হাঁকিয়ে লড়াই চালিয়ে গেলেও আর লাভ হয়নি। ১৭৭ রানে অলআউট হয়ে ১৫৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে শাইনপুকুর। ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তাহজিবুল।

 

গাজীর হয়ে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন এনামুল হক। এছাড়া ৩ উইকেট শিকার করেন মাহমুদুল হাসান।


এই জয়ের ফলে ১১ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। অন্যদিকে ১১ ম্যাচ শেষে শাইনপুকুরের পয়েন্ট মোটে ৪, অবস্থান করছে টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে, অর্থাৎ ১১ নম্বরে।   


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.