হায়দরাবাদকে নিজের দেশ পাকিস্তান মনে হচ্ছে বাবরের

প্রকাশিত হয়েছে - 2023-10-04T16:22:44+06:00
আপডেট হয়েছে - 2023-10-04T16:22:44+06:00
বিরিয়ানি খেতে কার না ভালো লাগে! তার ওপর যদি হয় হায়দরাবাদি বিরিয়ানি, তাহলে তো কথাই নেই। বিশ্বকাপের জন্য হায়দরাবাদ সফরে গিয়ে পাকিস্তান দল মেতেছে সেই হায়দরাবাদি বিরিয়ানিতে। শুধু হায়দরাবাদের বিরিয়ানিই নয়, আতিথেয়তাও ভীষণ মনে ধরেছে বাবর আজমের দলের। এমনকি চিরশত্রু রাষ্ট্রের এই শহরটাকে নাকি পাকিস্তানের মতোই মনে হচ্ছে!
নিউজিল্যান্ডের কাছে হারের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে পাকিস্তান। সেই হারের পর রসিকতা করে শাদাব সব দায় চাপান হায়দরাবাদি বিরিয়ানির ওপর। বাবর আজমের বদলে অজিদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেন শাদাব। ম্যাচ শেষে সঞ্চালক হার্শা ভোগলে হায়দরাবাদি বিরিয়ানির প্রসঙ্গ তুললে শাদাব বলেন, ‘আমরা প্রতিদিন এটাই খাচ্ছি। আর সে কারণেই বোধহয় মাঠে গতি একটু কমে গেছে।’
হায়দরাবাদি বিরিয়ানিতে অবশ্য শুধু শাদাবরাই নন, মজেছেন সব দেশের সব ক্রিকেটার। তবে পাকিস্তানের ক্রিকেটারদের ভারতের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিক্রিয়া নিয়ে মাতামাতি অনুমিতভাবেই একটু বেশি। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ বছরের পর বছর ধরে। বিশ্বকাপের বদৌলতে দীর্ঘদিন পর পাকিস্তান দল এসেছে ভারত সফরে। এ নিয়ে ক্রিকেট অঙ্গন তো বটেই, রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত।
তবে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবেই চলছে। বিশেষ করে ভারতের আতিথেয়তায় রিজওয়ানদের মুগ্ধতা ছড়াচ্ছে সম্প্রীতির বার্তা। পাকিস্তানে পা রেখেই রিজওয়ান বলেছিলেন, ‘এখানের মানুষের আতিথেয়তা অসাধারণ। সব দারুণভাবেই হয়েছে। আগামী দেড় মাসের জন্য মুখিয়ে আছি।’ শাহীন শাহ আফ্রিদি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘এখন পর্যন্ত আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে।' আর দেশের মানুষকে আশ্বস্ত করে বাবর লিখেছিলেন, ‘হায়দরাবাদে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ।’
এদিকে অধিনায়কদের মিলনমেলায় অধিনায়ক বাবর আজম জানালেন, ভারতকে নাকি ভারত বলে মনেই হচ্ছে না তার, মনে হচ্ছে নিজের দেশ পাকিস্তানেই আছেন। বাবর বলেন, ‘আমরা অনেক ভালো আতিথেয়তা পেয়েছি। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, দারুণ। প্রায় এক সপ্তাহ ধরে হায়দরাবাদে আছি, মনেই হচ্ছে না ভারতে, লাগছে দেশেই আছি। আমরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছি।’
শেষপর্যন্ত ভারত থেকে পাকিস্তান কতটা সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে পারে তা সময়ই বলে দেবে। আপাতত বাবররা অবশ্য সুখস্মৃতির সাথে ফিরতে চান বিশ্বকাপের ট্রফি নিয়েও।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।