হৃদয়কে ব্যাটিংয়ের সুযোগ দিলেন না পেরেরা, মুস্তাফিজদের পুঁজি '১৯১'
ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল পেরেরা।

Siam ChowdhuryEditor
প্রকাশিত হয়েছে - 2024-07-03T17:03:37+06:00
আপডেট হয়েছে - 2024-07-03T17:05:47+06:00
আগের ম্যাচে টপ অর্ডার করেছিল নিদারুণ হতাশ। এই ম্যাচে টপ অর্ডারের কারণে অন্যরা ব্যাটিংয়ের সুযোগই পেলেন না। এলপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ডাম্বুলা সিক্সার্স ১৯২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জাফনা কিংসকে। ২ উইকেটের পতন ঘটলেও কুশল পেরেরা সেঞ্চুরি হাঁকানো ইনিংসে এত দারুণ ব্যাট করেছেন যে, ব্যাট হাতে নামার সুযোগই হয়নি বাংলাদেশি ব্যাটার তাওহীদ হৃদয়ের।
ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন কুশল পেরেরা। ছবি : এসএলসি
জাফনার অধিনায়ক চারিথ আসালঙ্কা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সাবধানী শুরুর পর ১১ বলে ৯ রান দানুশকা গুনাথিলাকা ফেরেন সাজঘরে। এরপর নুয়ানিন্দু ফার্নান্দোর সাথে দলের হাল ধরেন কুশল পেরেরা। ৩৫ বলে ৪০ রান করে ফার্নান্দো বিদায় নিলে টু ডাউনে হৃদয়ের বদলে নামেন মার্ক চ্যাপম্যান।
তার সঙ্গ কাজে লাগিয়ে কুশল পূর্ণ করেন সেঞ্চুরি। শেষপর্যন্ত ৫২ বলে ১০২ রান করে থেকে যান অপরাজিত। কুশলের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। চ্যাপম্যান ২৩ বলে ৩৩ রানে থাকেন অপরাজিত। দুইয়ের বেশি উইকেট না পড়ায় ক্রিজে নামা হয়নি হৃদয়ের।
জাফনার পক্ষে দুটি উইকেটই শিকার করেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৯১ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নামবেন মুস্তাফিজুর রহমান, আকিলা ধনঞ্জয়া, মোহাম্মদ নবীরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।