██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হৃদয়-শামীমকে কৃতিত্ব দিলেও 'পিচ-বলের' আচরণ পরিবর্তনে অখুশি ট্রট

হৃদয়-শামীমকে কৃতিত্ব দিলেও 'পিচ-বলের' আচরণ পরিবর্তনে অখুশি ট্রট

প্রকাশিত হয়েছে - 2023-07-15T08:55:02+06:00

আপডেট হয়েছে - 2023-07-15T08:55:02+06:00

আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের শুভসূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় ও শামীম হোসেন বাংলাদেশের পক্ষে ম্যাচ বের করে আনেন। এই দুই ব্যাটারকে কৃতিত্ব দিচ্ছেন আফগান কোচ জোনাথন ট্রট। তবে তার কাছে মনে হয়েছে পিচের আচরণ বদলে যাওয়ায় তারা ব্যাকফুটে চলে গেছেন।

জোনাথন ট্রট

বাংলাদেশের ইনিংস বা আফগানিস্তানের ইনিংস- দুই দলই ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে ফেলেছিল কয়েকটা। তবে দুই দলই আবার শেষ দিকে স্বাচ্ছন্দ্যে রান তুলেছে। তবে ট্রট বলছেন, তাদের বোলিংয়ের সময় বৃষ্টি আসার পর বল ভিজে যাওয়া তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা যখন বোলিং শুরু করেছিলাম। তখন বল শুকনা ছিল। তখন আমরা ভালো খেলছিলাম। দারুণ বল করছিলাম এবং নিজেদেরকে ম্যাচে ফিরিয়েছিলাম। যেটা ভালো ছিল।"

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

বাংলাদেশ ৬৪ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। তখন ম্যাচ ছিল আফগানদের দিকে। পঞ্চম উইকেটে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়ে বাংলাদেশের দিকে ম্যাচ নিয়ে আসেন হৃদয় ও শামীম। তাই বাংলাদেশের এই দুই ব্যাটারের তারিফ করেছেন ট্রট। তবে এখানেও তিনি সেই পিচের ও বলের আচরণ পরিবর্তনকে টেনে এনেছেন।

ট্রট বলেন, "কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারের দুই ব্যাটার ভালো ইনিংস খেলেছে। তাই তাদেরকে কৃতিত্ব দিতে হবে। এবং সবমিলিয়ে এটা একটা ভালো ম্যাচ ছিল। কিন্তু প্রথম ১৫ ওভার ও বাকি ৫ ওভারের মধ্যে কন্ডিশন বহুলাংশে পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা অনেক ক্লোজে গিয়েছিলাম শেষ পর্যন্ত। রোমাঞ্চকর ছিল। সামনের ম্যাচের দিকে তাকাচ্ছি এখন।"

আফগান কোচ মনে করেন তারা নিজেদের স্বভাবসুলভ খেলাটা খেলতে পারেননি, "আমরা যেভাবে খেলি, সেভাবে খেলতে পারিনি। পাওয়ারপ্লেতে কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমার খেলার টেম্পো অনুযায়ী খেলতে পারিনি। খেলার শুরুতে পিচ যেমন ছিল, একটু ভিন্ন লাগছিল সন্ধ্যার দিকে। এক্ষেত্রে আমরা আরেকটু ভালোভাবে মানিয়ে নিতে পারতাম! তবে আমরা পরে ঘুরে দাঁড়িয়ে ফাইটিং স্কোর সংগ্রহ করেছিলাম। এটা ডিফেন্ড করার মতো ছিল।"

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.