
হের ব্যাটে ৯৯*, নিউজিল্যান্ডের সিরিজ জয়
প্রকাশিত হয়েছে - 2025-04-02T13:55:57+06:00
আপডেট হয়েছে - 2025-04-02T13:55:57+06:00
নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে যেন পেরেই উঠছে না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর এবার ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে হেরেছে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮৪ রানে হেরেছে পাকিস্তান। সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
শুরুতে কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।
হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে আগে নিউজিল্যান্ডকে
ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরু থেকেই আগ্রাসী ছিলেন কিউই ওপেনার নিক কেলি।
ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন কেলি, ভালোভাবে সঙ্গ দিচ্ছিলেন আরেক ওপেনার রাইস
মারিউ। ওপেনিং জুটিতে রান এসেছে ৫৪। ২৩ বলে ৩১ রান করে বিদায় নিয়েছেন কেলি।
আরেক ওপেনার মারিউ ২৫ বলে ১৮ রান করেছেন। মাঝে হেনরি নিকোলস এবং ড্যারিল মিচেল কিছুক্ষণ লড়াই চালিয়েছেন। দুজনের কারও ইনিংসই লম্বা হয়নি। ৩২ বলে ২২ রান করেছেন নিকোলস। মিচেল খেলেছেন ১৮ বলে ১৮ রানের ইনিংস।
অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলও এদিন সুবিধা করতে পারেননি। ২৮ বলে করেছেন ১৭ রান। ১৩২ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ থেকে দলকে উদ্ধার করার অভিযানে নামেন মিচেল হে এবং মুহাম্মদ আব্বাস।
চাপের সময়ে দুর্দান্ত ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন হে এবং আব্বাস। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন হে-আব্বাস। বিপদ সামলে বড় রানের দিকে ছুটতে থাকে নিউজিল্যান্ড। আব্বাস ফিফটির কাছাকাছি ছিলেন, তবে বিদায় নেন ফিফটির আগেই। ৬৬ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন আব্বাস।
৯৯ রান করে অপরাজিত ছিলেন মিচেল হে।
টিকে ছিলেন হে। ফিফটি ছুঁয়েছেন। ফিফটির পরেও এগিয়েছেন
আগ্রাসী ব্যাটিংয়ে। পাকিস্তানি বোলারদের পিটিয়ে তুলোধুনো করে রান তুলেছেন হে।
শেষের দিকে ব্যাটাররা সেভাবে বড় রান পাননি, সঙ্গ দিয়েছেন হেকে। ৭৮ বলে ৯৯ রানের
দুর্দান্ত এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন মিচেল হে। নির্ধারিত ৫০ ওভারের
খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ২৯২ রানের পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড।
পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মুহাম্মদ ওয়াসিম এবং সুফিয়ান মুকীম। ১টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ, আকিব জাভেদ এবং হারিস রউফ।
জবাব দিতে নেমে শুরুতেই টপাটপ উইকেট হারাতে থাকে পাকিস্তান। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং ইমাম-উল-হক সাজঘরে ফিরেছেন দলের ৯ রানের মধ্যে। মাঝে তিনে নেমে সাজঘরে ফিরেছেন বাবর আজমও, করেছেন ৩ বলে ১ রান। আগে শফিক এবং ইমামও ফিরেছেন এক অঙ্কের কোটায়।
সুবিধা করতে পারেননি রিজওয়ান, পারেনি তার দলও।
অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও সুবিধা করতে পারেননি। ২৭
বলে ৫ রানের শম্বুকগতির ইনিংস খেলে দলের ৩২ রানের মাথায় বিদায় নেন রিজওয়ান। সহ-অধিনায়ক
সালমান আঘাও হয়েছেন ব্যর্থ। ১৫ বলে করেছেন ৯ রান। মাত্র ৩২ রানের মধ্যে ৫ উইকেট
হারিয়ে ফেলে পাকিস্তান।
বিশাল সেই চাপের মধ্যে দলকে উদ্ধার করার অভিযানে নামেন ফাহিম আশরাফ। এক প্রান্ত আগলে রেখে খেলে যেতে থাকেন তিনি। আরেক প্রান্তে সেভাবে সঙ্গ দিতে পারছিলেন না কেউ। ২৯ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন তৈয়ব। শেষ দিকে টপাটপ আরও কিছু উইকেট হারিয়েছে পাকিস্তান। পরে ফাহিমের সাথে জুটি বাঁধেন নাসিম শাহ।
ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগিয়েছেন ফাহিম-নাসিম। ফিফটি ছুঁয়েছেন দুজনই। নাসিম ৪৪ বলে ৫১ রান করে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন। এর আগে ৮০ বলে ৭৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নেন ফাহিম আশরাফ। ২০৮ রানের মাথায় অলআউট হয়ে ৮৪ রানে ম্যাচ হারে পাকিস্তান।
ছন্দে ছিলেন কিউই বোলাররা।
নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নিয়েছেন বেন সিয়ার্স। ৩
উইকেট তোলেন জ্যাকব ডাফি। ১টি করে উইকেট শিকার করেন উইল ও’রউরকে এবং নাথান স্মিথ।
এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।