২০২৪ টি-২০ বিশ্বকাপ খেলতে চান মালিক

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-11-24T14:13:08+06:00
আপডেট হয়েছে - 2023-11-24T14:13:08+06:00
বয়স ৪১ বছর, তবু থামাথামির নামগন্ধ যেন নেই শোয়েব মালিকের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো মালিক চালিয়ে যাচ্ছেনই, এবার তার স্বপ্ন ২০২৪ টি-২০ বিশ্বকাপ খেলা। আর সেজন্য আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করতে চান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
২৪ নভেম্বর থেকে পাকিস্তানে শুরু ন্যাশনাল টি-২০ কাপ, যেখানে অংশ নেন শীর্ষস্থানীয় সব ক্রিকেটার। এই টুর্নামেন্টে মালিক নেতৃত্ব দেবেন শিয়ালকোট অঞ্চলকে। ২০২৪ বিশ্বকাপের দলে জায়গা করে নিতে এই টুর্নামেন্টে ভালো করতে মুখিয়ে আছেন মালিক।
যদিও সম্প্রতি পাকিস্তানের স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মালিক জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য খেলা চালিয়ে যাচ্ছেন- বিষয়টি এমনও নয়। তিনি বলেন, 'যদি আমাকে নিশ্চয়তা দেওয়া হয় আমার জাতীয় দলে ফেরার সুযোগ আছে, তাহলে অবশ্যই আমি দলে ফিরতে চাইব। অবশ্য এমন নয় ২০২৪ টি-২০ বিশ্বকাপ খেলার জন্যই আমি এখনও ক্রিকেট খেলে যাচ্ছি। আমি ক্রিকেট খেলছি কারণ আমি এটা উপভোগ করি, আমি এটা খেলতে পারি।'
২০২১ টি-২০ বিশ্বকাপ খেলা মালিক সেই বিশ্বকাপের পর আর দলে ডাক পাননি। এতে তোপ দেগেছিলেন তৎকালীন অধিনায়ক বাবর আজমের প্রতি। যদিও বিশ্বকাপে মালিকের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। পাকিস্তানকে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে তুলতেও রেখেছিলেন বড় ভূমিকা।
গত অক্টোবরে বাবরকে সরিয়ে শাহীন শাহ আফ্রিদিকে পাকিস্তানের টি-২০ অধিনায়ক করার পরামর্শ দিয়েছিলেন মালিক। তিনি বলেছিলেন, 'আমি অতীতেও বলেছি, বাবরের উচিৎ অধিনায়কত্ব ছেড়ে দেওয়া। এটা আমার ব্যক্তিগত মতামত। বাবর গণ্ডির বাইরে গিয়ে ভাবতে পারে না। সে অধিনায়কত্ব করেই যাচ্ছে, কিন্তু কোনো উন্নতি নেই। সে সাধারণ একজন খেলোয়াড় হিসেবে পাকিস্তানের উপকারে আসবে। বাবর যদি পদত্যাগ করে তাহলে সাদা বলে পাকিস্তানের অধিনায়ক করা উচিৎ শাহীন আফ্রিদিকে। লাহোর কালান্দার্সের হয়ে সে আগ্রাসী অধিনায়কত্ব করে দেখিয়েছে।'
মালিকের সেই কথা সম্প্রতি সত্যি হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জেরে বাবর তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। এরপর টি-২০ ফরম্যাটের অধিনায়ক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেছে নিয়েছে শাহীনকে, যিনি ২০২৪ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন পাকিস্তানকে। বাবরের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো কিংবা 'প্রেডিকশন' সত্যি প্রমাণ করে শাহীনের নেতৃত্ব পাওয়া- এগুলোই কি ২০২৪ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাচ্ছে শোয়েব মালিককে?
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।