২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিততে চান কোহলি
বিরাট কোহলির পরবর্তী বড় লক্ষ্য : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিততে চান তিনি

প্রকাশিত হয়েছে - 2025-04-01T23:08:18+06:00
আপডেট হয়েছে - 2025-04-01T23:09:00+06:00
ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি স্পষ্ট করে জানিয়ে দিলেন, তিনি এখনই ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না। বরং তার লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা, যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। আইপিএল চলাকালীন এক অনুষ্ঠানে এই লক্ষ্যের কথা জানান কোহলি।
বিরাট কোহলি (ডানে)সম্প্রতি রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অনেকেই ভাবছিলেন, কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা কী হতে পারে। তবে তিনি নিশ্চিত করেছেন, তিনি আরও একটি আইসিসি ট্রফি জিতে তারপর বিদায় নিতে চান।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে কোহলিকে প্রশ্ন করা হয়, তার ক্যারিয়ারের পরবর্তী 'বড় পদক্ষেপ' কী হতে পারে। উত্তরে তিনি হাসিমুখে বললেন, "পরবর্তী বড় পদক্ষেপ? জানি না, তবে হয়তো পরের বিশ্বকাপ জেতার চেষ্টা করতে পারি!"
উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। কিন্তু তার অসাধারণ পারফরম্যান্সও ভারতের শিরোপা জয় নিশ্চিত করতে পারেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয় তাদের।
ভারত শেষবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এরপর ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে তারা সেমিফাইনালে বিদায় নেয়, আর ২০২৩ সালে ঘরের মাঠে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। তবে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে তিনি এখনো ভারতের অন্যতম ভরসা। এখন তার চোখ ২০২৭ বিশ্বকাপে আরেকটি আইসিসি ট্রফি জয়ের দিকে!
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।