২০২৭ পর্যন্ত কোচের সাথে চুক্তি বাড়াল অস্ট্রেলিয়া

প্রকাশিত হয়েছে - 2024-10-30T13:32:39+06:00
আপডেট হয়েছে - 2024-10-30T13:32:39+06:00
২০২২ সালে অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড পেয়েছিলেন ২০২৬ সালের মাঝামাঝি। দায়িত্বের দ্বিতীয় বছরেই অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়া এ কোচের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অর্থাৎ শিরোপা অক্ষুণ্ণ রাখার দায়িত্বটাও দেওয়া হয়েছে তাকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, "অ্যান্ড্রু প্রমাণ করেছে যে সে পুরুষ জাতীয় দলের জন্য অসাধারণ একজন কোচ। সে একটা শক্ত কোচিং টিম গঠনের পাশাপাশি অসাধারণ ফলাফল এনে দিচ্ছে। পাশাপাশি দলে সেরা পারফর্ম করার জন্য পরিবেশ তৈরি করছে। আমরা তার মেয়াদ আরও ২ বছর (২০২৬ ও ২০২৭) বাড়াতে পেরে আনন্দিত।"
আগের চুক্তি অনুসারে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা ম্যাকডোনাল্ডের। চুক্তি বাড়ানোর ফলে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কোচ থাকবেন তিনি। ম্যাকডোনাল্ডের সহকারী হিসেবে আছেন মাইকেল ডি ভেনুতো, ড্যানিয়েল ভেট্টোরি এবং আন্দ্রে বরোভেক। শীঘ্রই একজন পেস বোলিং কোচ যোগ দিবেন এ ইউনিটে।
২০২৭ সালের মৌসুমে অস্ট্রেলিয়ার জন্য রয়েছে ব্যস্ত সূচি। চলতি বছরের শেষে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের চার টেস্ট। এরপর জানুয়ারিতে শুরু হবে ভারতের বিপক্ষে পাঁচ টেস্ট। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট এবং বাংলাদেশের সাথে দুইটি টেস্ট রয়েছে। সাথে পাঁচ ম্যাচের অ্যাশেজ তো থাকছেই।
২০২২ সালে জাস্টিন ল্যাঙ্গারের বিদায়ের পর নিযুক্ত হন ম্যাকডোনাল্ড। ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ২০২৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়নের ট্রফি এনে দেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।