Scores

২০ বছরে কোনো উন্নতি হয়নি : মুমিনুল

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ২০ বছরেও বাংলাদেশ দলের খেলার কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর হতাশা ব্যক্ত করে এমন কথা জানান অধিনায়ক।

চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও জয়ের সুবাস জাগিয়ে হেরেছে বাংলাদেশ। এমন পরাজয়ে টাইগারদের সহ্য করতে হয়েছে তীব্র সমালোচনা। টেস্টে কবে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করবে, সেই প্রশ্ন উঠছে স্বভাবতই। মুমিনুল মনে করেন, বিগত ২০ বছরেও টেস্টে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি।

Also Read - ক্রমাগত আমার বিরুদ্ধে বলেছে, কেউ সমর্থন করেনি : পাপন

তিনি বলেন, ‘আসলেই, ২০ বছর হয়ে গেছে। তবে আমার মনে হয় ওইভাবে কোনো উন্নতিই হয়নি। আর উন্নতির শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ থাকে। আমরা যতদিন খেলব, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, ততদিন উন্নতি করতে হবে।’

অ্যাওয়ে সিরিজে হোয়াইটওয়াশের গ্লানি পেতে হলেও দেশের মাটিতে এমন তিক্ত রেকর্ড ছিল না অধিনায়ক মুমিনুলের। সেই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হওয়ার পরও মুমিনুল উন্নতির কথা উল্লেখ করলেন।

তিনি বলেন, ‘বিদেশের মাটিতে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা ছিল। দেশের মাটিতেও হয়ে গেল। দল হারলে আপনি অবশ্যই হতাশ হবেন। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো আমরা দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারব।’

তিনি আরও বলেন, ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার অভ্যাস গড়তে হবে। লম্বা সময় ধরে ব্যাটিং করার অভ্যাস তৈরি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই। ব্যাটসম্যানরা যদি তিন-চার সেশন ব্যাটিং করতে পারে, তাহলে টেস্ট দলের জন্য সহজ হবে।

Related Articles

মনে হচ্ছিল জেলখানায় আছি : মিরাজ

টেক্টর-ক্যামফারের প্রতিরোধের দেয়াল, উইকেটহীন প্রথম সেশন

সাইফ-আকবরদের বড় লিড, ফের ব্যাটিং বিপর্যয়ে আইরিশরা

শতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ইয়াসির

ইয়াসিরের অর্ধশতক, পঞ্চাশের পথে হৃদয়