২০ ম্যাচে ১০০ উইকেটে রফিকের রেকর্ডে ভাগ বসালেন মুরাদ
মাত্র ২০ ম্যাচ খেলেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন হাসান মুরাদ। তাইজুল ইসলাম, সোহাগ গাজী, সোহরাওয়ার্দী শুভদের পেছনে ফেলে কিংবদন্তি মোহাম্মদ রফিকের পাশে নাম লিখিয়েছেন এই স্পিনার।

প্রকাশিত হয়েছে - 2022-12-22T16:53:43+06:00
আপডেট হয়েছে - 2022-12-22T16:53:43+06:00
খেলার সারসংক্ষেপ
বয়স মাত্র ২১। এই বয়সেই বাঁহাতের স্পিন ভেলকিতে সবার নজরে এসেছেন হাসান মুরাদ। মাত্র ২০ ম্যাচ খেলেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন মুরাদ। তাইজুল ইসলাম, সোহাগ গাজী, সোহরাওয়ার্দী শুভদের পেছনে ফেলে কিংবদন্তি মোহাম্মদ রফিকের পাশে নাম লিখিয়েছেন এই স্পিনার।
প্রথম শ্রেণির ক্রিকেটে হাসান মুরাদের ১০০ উইকেটের অনন্য মাইলফলক।
রাজশাহীতে বিসিএলের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে এনামুল হকের উইকেট শিকার দেশের ক্রিকেটের অনন্য এক মাইলফলক স্পর্শ করেন মুরাদ। ইনিংসে পঞ্চম উইকেট শিকারের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০তম উইকেটের মালিক বনে যান মুরাদ।
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে মুরাদের চেয়ে কম ম্যাচে ১০০ উইকেট শিকারের কীর্তি নেই আর কোনো বোলারের। ২০০৩ সালে ২০ ম্যাচ খেলে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রফিক। এবার সমান ২০ ম্যাচে উইকেটের সেঞ্চুরির পূর্ণ করে রফিকের পাশে মুরাদ।
রফিক-মুরাদ ছাড়াও আরও চার জন বাংলাদেশি বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেট শিকারের কীর্তি স্পর্শ করেছেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ উইকেট -
১. মোহাম্মদ রফিক - ২০ ম্যাচ (২০০৩)
২. হাসান মুরাদ - ২০ ম্যাচ (২০২২)
৩. সোহরাওয়ার্দী শুভ - ২১ ম্যাচ (২০০৮)
৪. সোহাগ গাজী - ২১ ম্যাচ (২০১২)
৫. সাকলাইন সজীব - ২২ ম্যাচ (২০১১)
৬. তাইজুল ইসলাম - ২২ ম্যাচ (২০১৪)
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।