২০-৩০ রান করে আউট হওয়া দলের ক্ষতি : দিপু

প্রকাশিত হয়েছে - 2024-01-20T00:57:34+06:00
আপডেট হয়েছে - 2024-01-20T00:57:34+06:00
দুই ওভারে দুই উইকেট হারিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তখন ভীষণ চাপে। শুরুতে সেই চাপ শাহাদাত হোসেন দিপু সামাল দেন ঠাণ্ডা মাথায়। সঠিক সময়েই করেছেন মেজাজ বদল, চড়াও হয়েছেন বোলারদের প্রতি। জানালেন, সেট হওয়ার পর ইনিংস লম্বা করাই ছিল তার চিন্তা।
দিপু মনে করেন ২০-৩০ রান করে কোনো ব্যাটসম্যান আউট হয়ে গেলে তা দলের জন্য ক্ষতিকর। দিপু বলেন, "একটা ব্যাটসম্যান যদি সেট হয়ে ও যেন ক্যারি করতে পারে। ২০-৩০ রান করে আউট হয়ে যায় তাহলে তা দলের জন্য ক্ষতি। সে উইকেট বুঝেছে, সে আউট হলে তা দলে প্রভাব ফেলে। আমি চিন্তা করি আমি যখন সেট হই আমি যেন তা লম্বা সময়ের জন্য ক্যারি করতে পারি।"
এশিয়ান গেমসের দলে ছিলেন দিপু। এছাড়া এইচপি দলের কোচ ডেভিড হেম্পের সাথে কাজ করে সুফল পেয়েছেন বলে জানিয়েছেন দিপু।
তিনি বলেন, "আমি তো সম্প্রতি এশিয়ান গেমসে খেলতে গিয়েছিলাম। এর আগে আমাদের ডেভিড হেম্পের সাথে কিছু কাজ করা হয়েছে, ওখানে কিছু কাজ করেছিলাম কিছু শট যেন উন্নতি করতে পারি তা নিয়ে। ওখানে কাজ করায় আমার লাভ হয়েছে।"
"আমরা তো জানি টি-২০ একটু আক্রমণাত্মক খেলা। এটা কম বলের খেলা। যত কম সময়ে যে সিদ্ধান্ত যত ভালোভাবে নিতে পারবে তার জন্য ভালো, " যোগ করেন দিপু।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।