‘২-৩ বছরের মধ্যে ভালো ক্রিকেটার হতে পারে অর্জুন’
শচীনপুত্র অর্জুনের প্রশংসা ঝরেছে রশিদ লতিফের কণ্ঠে।

‘২-৩ বছরের মধ্যে ভালো ক্রিকেটার হতে পারে অর্জুন’
প্রকাশিত হয়েছে - 2023-04-20T16:48:47+06:00
আপডেট হয়েছে - 2023-04-20T16:48:47+06:00
আইপিএলের এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের। অভিষেকেই একদম সাড়া ফেলে দেওয়ার মত কোনো কাজ তিনি করেননি অবশ্য, তবে শচীনপুত্র বলেই কিনা তার খেলা নিয়ে কাটাছেঁড়া হচ্ছে অনেক।
অর্জুনের প্রশংসা করছেন অনেকেই।
মুম্বাইয়ের হয়ে নিজের প্রথম ম্যাচে উইকেট তুলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে এসে উইকেটের দেখা পেয়েছেন অর্জুন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে ১৮ রান খরচায় ১ উইকেট নেন অর্জুন। মহাগুরুত্বপূর্ণ শেষ ওভার করতে এসে রান দেন মাত্র ৫, তোলেন ১টি উইকেট। ক্যারিয়ার সবে শুরু হল, এখনও লম্বা পথ বাকি। তবে শুরুর এই ঝলকের কারণে অনেক ক্রিকেট বোদ্ধারাই ক্রিকেটার অর্জুনের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফও সেই দলের অন্তর্গত।
অর্জুনের ব্যাপারে লতিফ বলেন, ‘সে এখনও ক্যারিয়ারের শুরুর দিকে আছে। কঠোর পরিশ্রম করতে হবে তাকে। তার গঠন খুব ভালো নয়, এজন্য বেশি গতি দিতে পারছে না। যদি ভালো কোনো বায়োমেকানিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ পায় সে, তাহলে তার গতি আরও বাড়তে পারে।’
লতিফ আরও বলেন, ‘ব্যাপারটি খুব স্পর্শকাতর, কারণ একজন খেলোয়াড়কে এই পর্যায়ে কোচিং দিয়ে বদলে ফেলা সহজ নয়। শচীন নিজেও এটা করতে পারতেন, তবে তিনি হয়তো ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভর করেছেন। বোলিংয়ের সময় ভিত্তিটা শক্তিশালী হওয়া প্রয়োজন। সে যখন ল্যান্ড করছে, সে ভেতরে আসার বদলে বাইরের দিকে সরে যায়। তার ভারসাম্য খুব ভালো নয়, যা গতিতে প্রভাব ফেলছে।’
রশিদ লতিফ। ফাইল ছবি
নিজের খেলা নিয়ে কাজ করে গেলে অর্জুন দ্রুতই ভালো ক্রিকেটার হতে পারবেন বলে মনে করেন লতিফ, ‘আবারও বলছি, তার ক্যারিয়ারের মাত্র শুরু। তার গতি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে (অ্যাকশন নিয়ে কাজ করলে), তার ব্যাটের হাতও ভালো। ২-৩ বছরের মধ্যে সে ভালো ক্রিকেটার হয়ে উঠতে পারে।'
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলা শচীন এবার তাদের ডাগআউটে আছেন দলের পরামর্শক হিসেবে। এটিও অর্জুনের জন্য সুবিধাজনক বলে মনে করেন লতিফ। তিনি বলেন, ‘সে যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলত, ধরুন সানরাইজার্স হায়দরাবাদ, তাহলে তার মানসিকতা হয়তো ভিন্ন হতো। এখন তার বাবাও আছে এই দলের ড্রেসিংরুমে। তার জীবনে (ক্রিকেটের বাইরে) বাবার ভূমিকা থাকতে হবে এখন।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।