Scores

৩৭ রানের খরচায় ইনিংসে পুষ্পকুমারার ১০ উইকেট!

নাম তার মালিন্দা পুষ্পকুমারা। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খুব একটা অপরিচিত নন। মাস পাঁচেক আগে অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটেও। তবে লঙ্কান এই ক্রিকেটার এবার নতুন করে আলোচনায়। আর ৩১ বছর বয়সী অলরাউন্ডার আলোচনায় এসেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে তার দারুণ এক কীর্তির জন্য।

৩৭ রানের খরচায় ইনিংসে পুষ্পকুমারার ১০ উইকেট!

শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটে সম্প্রতি ইনিংসে একাই ১০ উইকেট তুলে নিয়েছেন পুষ্পকুমারা। তার দল কলম্বো ক্রিকেট ক্লাবের বিপক্ষে ঐ ম্যাচে লড়ছিল সারাসেন্স স্পোর্টস ক্লাব। জয়ের জন্য সারাসেন্স স্পোর্টস ক্লাবকে ৩৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কলম্বো ক্রিকেট ক্লাব।

ঐ লক্ষ্য তাড়া করতে নেমে পুষ্পকুমারার বোলিং তোপে পড়ে সারাসেন্স স্পোর্টস ক্লাব। এক প্রান্ত থেকে টানা বল করতে থাকা পুষ্পকুমারার ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে একের পর এক উইকেট হারাতে থাকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামা দলটি। শেষ পর্যন্ত সারাসেন্স স্পোর্টস ক্লাব গুটিয়ে যায় মাত্র ১১৩ রানে, যেখানে পুষ্পকুমারা একাই শিকার করেন ইনিংসের সবগুলো উইকেট। এই দুর্দান্ত বোলিংয়ে করতে তিনি খরচ করেছেন মাত্র ৩৭ রান।

Also Read - ম্যাচের মোড় ঘোরানোর কারিগর হতে চান মেহেদী হাসান


এর আগে ম্যাচে সারাসেন্স স্পোর্টস ক্লাবের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছিলেন পুষ্পকুমারা। দুর্দান্ত এই ম্যাচ জেতানো বোলিংয়ে পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব। শুধু তা-ই নয়। নিউজিল্যান্ড সফরে ধুঁকতে থাকা শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে জায়গা পাওয়ারও একটা জোর দাবি জানিয়ে রাখলেন যেন!

গত বছরের আগস্টে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন পুষ্পকুমারা। আহামরি ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে না পারায় দল থেকে বাদ পড়েন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকারের দিক থেকে যৌথভাবে ১৩তম অবস্থানে রয়েছে পুষ্পকুমারার কীর্তি। তার মত ৩৭ রানের খরচায় ১০ উইকেট তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স কেনেডি ও অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট। সবার উপরে যার নাম তিনি ইংল্যান্ড হেডলি ভেরিটি। ১৯৩২ সালে তিনি ইনিংসের সবগুলো উইকেট তুলে নিয়েছিলেন মাত্র ১০ রানের খরচায়!

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের চেয়েও বড় ভারতের অস্ট্রেলিয়া-বধ!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বিসিএল ফাইনাল পাঁচদিনের, বদলে গেল ভেন্যু-তারিখ

শান্তর শতকে বড় লিডের পথে মধ্যাঞ্চল

যুবাদের বাস্তবতা স্মরণ করিয়ে দিলেন ডমিঙ্গো

১১৪ রানেই ইনিংস ঘোষণা

নাঈমের বোলিং ঘূর্ণিতে দিশেহারা মুশফিকরা