৫ বছরে ১০০০০০ কোটি রুপি আয় করবে আইপিএল!
যার হাতে আইপিএলের জন্ম, সেই ললিত মোদি মনে করেন- আগামী ৫ বছরে আইপিএলের মোট লাভের পরিমাণ হবে ১ লাখ কোটি রুপি, অর্থাৎ সম্প্রচার সত্তেরও দ্বিগুণ অর্থ আসবে মোট লভ্যাংশ হিসেবে।

প্রকাশিত হয়েছে - 2022-06-20T01:29:58+06:00
আপডেট হয়েছে - 2022-06-20T01:29:58+06:00
খেলার সারসংক্ষেপ
শুধু সম্প্রচার স্বত্ব থেকেই আগামী ৫ বছরে ৪৮ হাজার ৩৯০ কোটি রুপি আয় করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিসিসিআইয়ের মোট লাভের অঙ্ক কত হবে, তা থেকে যাচ্ছে ধারণারও বাইরে। তবে যার হাতে আইপিএলের জন্ম, সেই ললিত মোদি মনে করেন- আগামী ৫ বছরে আইপিএলের মোট লাভের পরিমাণ হবে ১ লাখ কোটি রুপি, অর্থাৎ সম্প্রচার সত্তেরও দ্বিগুণ অর্থ আসবে মোট লভ্যাংশ হিসেবে।
আগামী দিনগুলোতে আরও আকর্ষণীয় হতে যাচ্ছে আইপিএল। ফাইল ছবি
আইপিএলের স্রষ্টা ললিত মোদি আগামী দিনে শুধু টাকার ছড়াছড়ি দেখছেন আইপিএলে। তার মতে, আগামী ৪১০টি ম্যাচ আয়োজন করে আইপিএল ১ লাখ কোটি রুপি আয় করবে।
তিনি বলেন, ‘আইপিএলের দর্শকদের জন্যই এই লিগের জনপ্রিয়তা এতটা বেড়েছে। আমি ২০০৮ সালে বলেছিলাম, পরেরবার আইপিএলের মিডিয়া স্বত্ব দ্বিগুণ হবে। গতবারের থেকে এবার ৯৮ শতাংশ বেশি টাকা পেয়েছে বোর্ড। আমি বলছি, পরের বারও এই টাকার অঙ্ক দ্বিগুণ হবে।’
বর্তমানে ক্রিকেট দুনিয়ায় আইপিএল সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলেও সব ক্রীড়াঙ্গন বিচারে এখনও আইপিএলকে সেরা বলার সুযোগ নেই। ললিত মনে করেন, আইপিএল শীঘ্রই ফুটবল বা অন্যান্য সব ক্রীড়া ইভেন্টকে ছাড়িয়ে যাবে।
ললিত বলেন, ‘আইপিএল বিশ্বের সেরা লিগ হবে। কারণ, ওটিটি প্লাটফর্মে এই প্রতিযোগিতা দেখানো হচ্ছে। ফলে যেকোনো জায়গায় বসে খেলা দেখা যাচ্ছে। ধীরে ধীরে টেলিভিশনকে ছাপিয়ে যাচ্ছে ডিজিটাল মাধ্যম। কিছু দিনের মধ্যেই টেলিভিশনের থেকে ওটিটি মাধ্যমে দর্শকের সংখ্যা বেশি হবে। ফলে ওটিটি মাধ্যম থেকে লাভও বেশি থাকবে। আমার মনে হয়, পরেরবার টেলিভিশন স্বত্বের তুলনায় ডিজিটাল স্বত্ব তিন-চার গুণ বাড়তে পারে।’
আইপিএলের পরবর্তী চক্রে এক লাখ কোটি রুপি আয় করবে বিসিসিআই। ফাইল ছবি
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ৫টি আসরে মোট ৪১০টি ম্যাচ আয়োজনের লক্ষ্য স্থির করা হয়েছে। প্রতি দুই বছর পরপর বাড়বে ম্যাচের সংখ্যা। আইপিএলের সদ্য সমাপ্ত পঞ্চদশ আসরে মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়িয়েছে। আগামী দুই মৌসুমেও ৭৪টি করে ম্যাচই মাঠে গড়াবে। এর পরের দুই মৌসুমে ১০টি করে ম্যাচ বাড়বে। অর্থাৎ, ২০২৫ ও ২০২৬ সালের আইপিএলে অনুষ্ঠিত হবে ৮৪টি করে ম্যাচ। ২০২৭ সালে ম্যাচের সংখ্যা পৌঁছে যেতে পারে শতকের কাছাকাছি। সে বছর ৯৪টি ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে।
আইপিএল নিয়ে ললিত যেসব স্বপ্ন দেখেছিলেন, তা-ই যেন এখন বাস্তব হওয়ার পথে। এমন উত্থানই তো সে কথাই বলছে! উচ্ছ্বসিত এই বরেণ্য ক্রিকেট সংগঠক বলেন, ‘এখন হয়ত বিশ্বে আইপিএলের দর্শক সব থেকে বেশি। আমি আগেই বলেছিলাম, আইপিএল একসময় বিনোদনের সেরা মাধ্যম হবে। তখন সবাই হেসেছিল। আমি যে ঠিক ছিলাম, সেটা এখন প্রমাণিত। প্রতিদিন নতুন নতুন দর্শক আসছে। তারা বেশিরভাগই তরুণ। টেলিভিশনের তুলনায় ওটিটি মাধ্যমে খেলা দেখছে তারা। তাই ডিজিটাল মাধ্যমের জনপ্রিয়তা আরও বাড়ছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।