
২০২৪ সাল থেকে আট বছরের জন্য আইসিসি এফটিপি প্রকাশ করেছে। প্রতি বছরই থাকছে আইসিসি ইভেন্ট। আইসিসির পরবর্তী সাইকেলে যোগ করা হয়েছে বাদের খাতায় নাম পড়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ডে। ১৯৯৮ সাল থেকে চালু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দুই বছর পরপর আয়োজন করলেও ইংল্যান্ড আসরের পর প্রায় বন্ধ হতে চলেছিল এ টুর্নামেন্টটি। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করার কথা থাকলেও সেটির পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি।
অবশেষে আইসিসির ইভেন্টে ফিরেছেন এ টুর্নামেন্টটি। মঙ্গলবার একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত এফটিপি প্রকাশ করেছে আইসিসি। সেখানে এই আট বছরে দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং দুই বছর পরপর চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির সভায়।
ICC announces expansion of global events.
Details 👇https://t.co/q58H2CYzRK
— ICC (@ICC) June 1, 2021
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি অনুষ্ঠিত হবে আগামী ২০২৫ সালে। চার বছর পর অর্থাৎ ২০২৯ সালে আয়োজন করা হবে আট বছরের এফটিপির দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি রাখা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপগুলোতে বাড়ানো হয়েছে দলের সংখ্যা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ এবং ২০৩১ ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের পরিবর্তে টুর্নামেন্টটি আয়োজন করা হবে ১৪ দল নিয়ে। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দল বেড়ে ২০ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।