অজিদের সাথে ভারত সফরে যাচ্ছেন না ল্যাঙ্গার

প্রকাশিত হয়েছে - 2020-01-07T14:02:57+06:00
আপডেট হয়েছে - 2020-01-07T14:02:57+06:00
ক্রিকেটীয় ধকল কাটিয়ে উঠতে ক্রিকেটারদের বিশ্রামের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু এবার বিশ্রামে যাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। অজিদের আসন্ন ভারত সফরে দলের সঙ্গী হবেন না তিনি।

কোচ হিসেবে দারুণ সময় কাটাচ্ছেন ল্যাঙ্গার। পাকিস্তানের পর তার দল টেস্টে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ডকেও। বিগত কয়েক মাস একটানা ক্রিকেটের সাথে সময় কাটিয়েছেন। এবার বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব করছেন।




তাই তাকে ছাড়াই ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ল্যাঙ্গারের পরিবর্তে এই সফরে অজিদের হেড কোচের দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ম্যাকডোনাল্ডের জন্য এটি নতুন অভিজ্ঞতা। গত অক্টোবরে অস্ট্রেলিয়া জাতীয় দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। এর আগে বিভিন্ন ঘরোয়া দলের বিভাগভিত্তিক কোচ ও প্রধান কোচ হিসেবে কাজ করলেও কোনো জাতীয় দলের ভূমিকায় এবারই প্রথম নিযুক্ত হলেন তিনি, যদিও আপতকালীন সময়ের জন্য।





আর কদিন পরই অস্ট্রেলিয়া জাতীয় দলকে নিয়ে ভারত সফরে যাবেন তিনি। ১৪, ১৭ ও ১৯ জানুয়ারি স্বাগতিকদের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মুম্বাই, দ্বিতীয় ম্যাচ রাজকোট এবং তৃতীয় ম্যাচ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।
ভারত সফর শেষে অস্ট্রেলিয়া যাবে দক্ষিণ আফ্রিকায়, সেখানে খেলবে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে। বিশ্রাম শেষে সেই সফর দিয়ে আবারো অজিদের প্রধান কোচের ভূমিকায় ফিরবেন দলটির সাবেক খ্যাতিমান ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।