অস্ট্রেলিয়ায় টানাপড়েন নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি

প্রকাশিত হয়েছে - 2017-07-02T15:49:50+06:00
আপডেট হয়েছে - 2017-07-02T15:50:28+06:00

বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট পাড়ায় চলছে টানাপড়েন। বোর্ডের অনড় অবস্থানের বিপরীতে ক্রিকেটাররাও হুমকি দিয়েছেন ক্রিকেট বর্জনের। এতে কিছুটা সংশয় দেখা দিয়েছে আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে।
তবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে এখনই কোনো দুশ্চিন্তার ভাঁজ কপালে ফেলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। সম্প্রতি এ প্রসঙ্গে বিসিবি পরিচালক জালাল ইউনুস জানান, অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ সমস্যা নিয়ে উদ্বিগ্ন নয় বিসিবি।
তিনি বলেন,
'আমরা কেন উদ্বিগ্ন হবো? এটি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সমস্যা। ওরাই তা সমাধান করবে। আগ বাড়িয়ে আমাদের উদ্বেগ দেখানোর কিছু কি আছে?'
সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসার কথা আগামী আগস্টে। এর আগে স্বাগতিক 'এ' দলের বিপক্ষে খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়া 'এ' দলের। দুই দলের প্রথম আনঅফিশিয়াল টেস্ট শুরু হওয়ার কথা আগামী ১২ জুলাই।
যেহেতু দক্ষিণ আফ্রিকা সফর সূচিতে আগে, তাই দক্ষিণ আফ্রিকাই অস্ট্রেলিয়ার টানাপড়েন নিয়ে দুশ্চিন্তা করতে পারে বলে মনে করছেন জালাল ইউনুস।
তিনি বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে আগামী মাসের মাঝামাঝি। এখনও দেড় মাস সময় বাকি। এর মধ্যে তো অনেক কিছু হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড চিন্তিত হতে পারে, যেহেতু ঐ সফরটি একেবারে সামনে। ওদের তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে জানতে চাওয়ার অধিকার রয়েছে সফরটি হবে কি হবে না। আমাদের সিরিজের অনেক সময় বাকি। এখনই তাই ওসব নিয়ে আমরা ভাবছি না।'
আগামী আগস্টে বাংলাদেশ সফরে এসে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এরপর বিশ্বচ্যাম্পিয়নরা যাবে ভারত সফরে।
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম