██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আইপিএল মাতাবেন হাবিবুল বাশার!

আইপিএল মাতাবেন হাবিবুল বাশার!

প্রকাশিত হয়েছে - 2019-04-19T14:29:13+06:00

আপডেট হয়েছে - 2019-04-19T14:41:45+06:00

ভারতের উদ্দেশে আজ (শুক্রবার) সকালে দেশ ত্যাগ করেছেন হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের সাবেক অধিনায়ক যোগ দিবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সেখানে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন তিনি।
ভারতের টিভি অনুষ্ঠানে কিংবদন্তীদের সাথে বাশার
বাংলাদেশ দল থেকে অবসর নেয়ার পরে জাতীয় দলের নির্বাচক, বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটের দলগুলোর টিম ম্যানেজার বা পরামর্শকের ভূমিকায় দেখা গিয়েছে বাশারকে। তবে ধারাভাষ্যকার হিসেবে কখনো আত্মপ্রকাশ করেননি তিনি। এবার আইপিএল সেই সুযোগটি করে দিল সাবেক এই টাইগার অধিনায়ককে। আইপিএলের দ্বাদশ আসর দিয়েই মাইক্রোফোন হাতে ম্যাচের ধারা বিবরণী দেয়ার অভিষেক হবে তার।
ভারতের বেসরকারি চ্যানেল স্টার টিভির জলসা মুভিজ চ্যানেল বাংলা ধারাভাষ্যে আইপিএলের সবগুলো ম্যাচ সম্প্রচার করে। এই চ্যানেলটির হয়ে ধারাভাষ্যকক্ষ মাতাতে আজ (১৯ এপ্রিল) ঢাকা ত্যাগ করেছেন বাশার। স্টার জলসা মুভিজে বাংলায় আইপিএল ম্যাচগুলোর সরাসরি ধারাভাষ্য দেবেন বাংলাদেশের সাবেক বিশ্বকাপে নেতৃত্ব দানকারী অধিনায়ক। সাত দিনের জন্য ভারতে থাকার কথা রয়েছে তাঁর। আগামী ২৭ অথবা ২৮ এপ্রিল দেশে ফিরে আসবেন তিনি।
প্রথমবারের মতো ধারাভাষ্যের কাজে যুক্ত হতে যাওয়ার অভিজ্ঞতা কেমন হবে সেই বিষয়ে বাশার সংবাদমাধ্যমকে বলেন,
‘আমি মনে করি, খুব একটা সমস্যা হবে না। আমার ক্রিকেট খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আর ক্রিকেট নিয়েই তো কথা বলব, তাই না?'
জলসা মুভিজে ধারাভাষ্য দেওয়ার কাজে যুক্ত আছেন আরেক বাংলাদেশিও। সাবেক ক্রিকেটার ও খ্যাতিমান ধারাভাষ্যকার আতহার আলী খান আইপিএলের এবারের আসরের শুরু থেকেই বাংলায় ধারাভাষ্য দিচ্ছেন। আতহার আলীকে দেশে ও বিদেশের মাটিতে বাংলাদেশের সবগুলো সিরিজেই ধারাভাষ্য দিতে দেখা যায়। উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলেছেন বাশার। টেস্টে ৩০২৬ এবং ওয়ানডেতে ২১৬৮ রান আছে তার নামের পাশে। অধিনায়কত্বও করেছেন বাংলাদেশের। ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়ে দলকে ১টি টেস্ট ও ২৯টি ওয়ানডে জেতান। সাকিব-মুশফিকদের নেতৃত্ব দিয়েছেন ২০০৭ বিশ্বকাপে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.