██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আক্ষেপ নয়, ‘৩ মিনিট’ সময় পেয়ে কৃতজ্ঞ ওয়ার্নার

আক্ষেপ নয়, ‘৩ মিনিট’ সময় পেয়ে কৃতজ্ঞ ওয়ার্নার

প্রকাশিত হয়েছে - 2019-12-01T08:42:20+06:00

আপডেট হয়েছে - 2019-12-01T08:42:20+06:00

‘ইশ! কেন এমনটা করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। আরেকটু কি সময় দেওয়া যেত না ডেভিড ওয়ার্নারকে!’ এই আক্ষেপেই যেন সারাদিন পুড়ছেন সমর্থকেরা। আর কয়েক ওভার সময় পেলেই হয়তো টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস বুনতেন ওয়ার্নার। তবে শেষপর্যন্ত তেমনটা আর হয়নি। ৩৩৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে এতেই তৃপ্তির ঢেকুর তোলেন অজি ওপেনার।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে সফরকারী পাকিস্তানকে রীতিমত পিষ্ট করে রেখেছে অস্ট্রেলিয়া। যেখানে ব্যাট হাতে স্বাগতিকদের নেতৃত্ব দিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এদিন অনবদ্য ব্যাটিংয়ে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। নিষেধাজ্ঞার পর অ্যাশেজ বাজে কেটেছে ওয়ার্নারের। তবে ঘরের মাঠে ফিরেই কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড (৩৩৪ রান) ভেঙেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এদিন ম্যাচে ওয়ার্নার ৩৩৫ রানে ব্যাট করার সময়ই নিজেদের ইনিংস ঘোষণা করেন অজি দলপতি। অথচ ম্যাচের বয়স তখন দেড় দিনের মত। আর কয়েক ওভার সময় পেলে লারার রেকর্ড গড়া ব্যক্তিগত সর্বোচ্চ ৪০০ রান অনায়াসেই টপকে যেতে পারতেন ওয়ার্নার! এমন এক মুহূর্তে যখন আক্ষেপ সঙ্গী হওয়ার কথা, তখন নিজেই স্বস্তির ঢেকুর তুলছেন তিনি। অতিরিক্ত ৩ মিনিট সময় পাওয়ার জন্যও ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক পেইনকে। এই প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘
আসলে ৪০০ রান না এজাতীয় কিছু আমার ভাবনা ছিল না। আমরা আসলে আগামীকালের আবহাওয়া নিয়ে ভাবছিলাম। চেয়েছিলাম যাতে হাতে যথেষ্ট সময় রাখা যায়। আমাদের পরিকল্পনা ছিল কয়েকটি উইকেট নিয়ে দিন শেষ করার, ছয়টা নিতে পেরেছি। তাই আমাদের মোটেই এমন ভাবনা ছিল না যে রেকর্ড বা অন্যকিছু করতে হবে।’
‘ব্যাটিংয়ের সময় আমি জানতে চেয়েছিলাম, তাদের কত ওভার দিলে ভালো হবে? চা বিরতির সময় আমি তাদের জিজ্ঞেস করি, কখন আমরা ইনিংস ঘোষণা করব? তারা বলে, ৫টা ৪০ মিনিটে। আমি বলেছিলাম, ঠিক আছে। আমি শুধু শেষ ওভার পর্যন্ত সময়টা দেখছিলাম (৫টা ৪০)। পেইন আমাকে তারপরও ৩ মিনিটের মত সময় দিয়েছে, যাতে ৩৩৪ পার করতে পারি।’
আরো যোগ করেন তিনি।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.