আচরণবিধি ভাঙায় পৃথ্বীকে জরিমানা

প্রকাশিত হয়েছে - 2022-05-02T17:54:46+06:00
আপডেট হয়েছে - 2022-05-02T17:58:49+06:00
আচরণবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা গুনেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লী ক্যাপিটালসের তারকা ক্রিকেটার পৃথ্বী শো। দিল্লী ক্যাপিটালসের এই ওপেনারকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
[caption id="attachment_199493" align="aligncenter" width="696"]

আইপিএলের এবারের আসরেও দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলছেন পৃথ্বী শো। ফাইল ছবি[/caption]
রবিবার (১ মে) হাই ভোল্টেজ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় দিল্লী ক্যাপিটালস। এই ম্যাচ শেষে পৃথ্বীকে ২৫ শতাংশ জরিমানা ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ। যদিও ঠিক কীভাবে পৃথ্বী আচরণবিধি ভঙ্গ করেছেন তা জানানো হয়নি।
পৃথ্বী শ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল-এর আচরণ বিধির ২.২ ধারার লেভেন ১ অপরাধ স্বীকার করেছেন। তাঁকে তিরষ্কার করা হয়েছে এবং ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং ক্রিকেটাররা তা মানতে বাধ্য।
[caption id="attachment_199491" align="aligncenter" width="950"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ব্যাটে রানের দেখা নেই, এবার পৃথ্বীর কপালে জুটল জরিমানা। ফাইল ছবি[/caption]
আইপিএলের এবারের আসরে পৃথ্বীর পারফরম্যান্স সন্তোষজনক নয়। লক্ষ্ণৌয়ের বিপক্ষে করেন মাত্র ৫ রান। এর আগের ম্যাচে কোনো রানই করতে পারেননি। ১৫তম আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন, তাতে রান মোটে ২৫৯। ৬১ রানের একটি ইনিংস থাকলেও তারকা এই ওপেনারের গড় ২৮.৭৮।
রিশভ পান্ট, মুস্তাফিজুর রহমান, পৃথ্বী শো এর দল দিল্লী ক্যাপিটালস এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে। ১০ দলের এবারের আইপিএলের প্লফ-অফে যাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে দলটির জন্য।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।