আজহারউদ্দিন-জয়াসুরিয়াদের আনলাকি ‘১৯৯’-এর ক্লাবে ডু প্লেসিস

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-12-29T00:58:07+06:00
আপডেট হয়েছে - 2020-12-29T13:10:23+06:00
টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে। তার এই ইনিংসের মধ্যে দিয়ে ঢুকেছেন আজহারউদ্দিন, স্মিথ, ওয়াহদের ক্লাবে।

সেঞ্চুরিয়ানে গড়তে পারতেন নতুন রেকর্ড। তবে সেই মাইলফলক স্পর্শ করার আগেই সাজঘরে ফিরেন পুরো ইনিংসে দারুণ ব্যাট করা ফাফ ডু প্লেসিস। ওয়ানডে কিংবা টেস্টে ‘নার্ভাস নাইনটিনের’ শিকার হয়েছেন বহু ক্রিকেটার। ‘নার্ভাস নাইনটিনের’ স্নায়ুচাপ সামলাতে না পেরেই অনেক সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেছেন শচিন, জয়াসুরিয়ারাদের মতো গ্রেট ক্রিকেটাররা।
তবে সেই ক্লাবে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার ডু প্লেসিস। সেঞ্চুরিয়ানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ফাফ ডু প্লেসিস। ১৫১ বলে টেস্টে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকান তিনি। একশ থেকে দেড়শ’তে পৌঁছাতে খেলেছেন কেবল ৫৪ বল।
দেড়শর ইনিংসকে নিয়ে যান ১৯০-এর ঘরে। তবে সেই স্নায়ুচাপটাই যে সামাল দিতে পারেননি এই প্রোটিয়া ব্যাটসম্যান। ব্যক্তিগত ১৯৯ রানে অভিষিক্ত বোলার হাসারাঙ্গার বলে মিড-অনে দিমুথ করুনারত্নের হাতে ক্যাচ তুলে দিয়ে এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় ডু প্লেসিসকে।
ডু প্লেসিসের আগে ‘১৯৯’ রানে আউট হয়েছেন আরও এগারো ক্রিকেটার। এই ক্লাবে রয়েছেন তারই সতীর্থ এলগারও। ২০১৭ সালে
ের বিপক্ষে টেস্টে ১৯৯ করে মুস্তাফিজের বলে আউট হয়ে এই ক্লাবে নাম লেখান এলগার। এই ছাড়াও এই ক্লাবে রয়েছেন
ের আজহারউদ্দিন, শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, স্মিথরা।
ডু প্লেসিসের ১৯৯ রানের ইনিংসে ছিল ২৪টি চার। সেই সাথে ব্যাটিংয়ে ৬ষ্ঠ উইকেট জুটিতে মুলডারের সঙ্গে ১৭৭ রান এবং সপ্তম উইকেটে কেশভ মহারাজের সঙ্গে ১৩৩ রানের জুটি বাঁধেন ফাফ ডু প্লেসিস।
টেস্টে ‘১৯৯’ রানে আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকাঃ
ক্রিকেটার | প্রতিপক্ষ | ভেন্যু | বছর |
মোদাসের নাজার | ভারত | ফয়সালাবাদ | ১৯৮৪ |
মোহাম্মদ আজহারউদ্দিন | শ্রীলঙ্কা | কানপুর | ১৯৮৬ |
ইলিয়ট | ইংল্যান্ড | লিডস | ১৯৯৭ |
সনাৎ জয়াসুরিয়া | ভারত | কলম্বো | ১৯৯৭ |
স্টিভ ওয়াহ | ওয়েস্ট ইন্ডিজ | ব্রিজটাউন | ১৯৯৯ |
ইউনুস খান | ভারত | লাহোর | ২০০৬ |
ইয়ান বেল | দক্ষিণ আফ্রিকা | লর্ডস | ২০০৮ |
স্টিভ স্মিথ | ওয়েস্ট ইন্ডিজ | কিংসটন | ২০১৫ |
লোকেশ রাহুল | ইংল্যান্ড | চেন্নাই | ২০০৬ |
ডিন এলগার | বাংলাদেশ | পটচেফস্ট্রুম | ২০১৭ |
ফাফ ডু প্লেসিস | শ্রীলঙ্কা | সেঞ্চুরিয়ান | ২০২০ |