আফগানিস্তানের বিপক্ষে বল টেম্পারিংয়ের শাস্তি পেল নেদারল্যান্ডস

প্রকাশিত হয়েছে - 2022-01-26T09:33:27+06:00
আপডেট হয়েছে - 2022-01-26T14:25:46+06:00
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে নেদারল্যান্ডস। সিরিজের শেষ ম্যাচে ৭৯ রানের ব্যবধানে হারের দিনে নেদারল্যান্ডস তাৎক্ষণিক শাস্তি পেয়েছে বল টেম্পারিং করে।
[caption id="attachment_189677" align="aligncenter" width="640"]

নেদারল্যান্ডস ক্রিকেট দল[/caption]
সিরিজের তৃতীয় ওয়ানডেতে বল ও ব্যাট- উভয় ইনিংসেই ভালো সূচনা করেছিল নেদারল্যান্ডস। তবে ম্যাচ শেষে হেসেছে আফগানিস্তানই। ডাচদের বোলিংয়ে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়েছিল আফগানরা। তখনই এক ন্যাক্কারজনক কাজ করে বসে নেদারল্যান্ডস। বল বিকৃত করেও অবশ্য পার পাননি ডাচরা।
আফগানিস্তানের ইনিংসের ৩০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১৪ রান। উইকেট শিকার করতে না হারালেও আফগানরা দ্রুত রান সংগ্রহ করতে পারছিলেন না। ব্যাটিংয়ে ছিলেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। ৩১তম ওভারে বোলিং করতে আসেন ব্রেন্ডন গ্লোভার। শেষ বলটির আগে দেখা যায় আম্পায়ার বল পরিবর্তন করতে যাচ্ছেন। জানা যায়, ডাচরা বিশেষ সুবিধা নেওয়ার জন্য বল বিকৃত করেছেন।
বল বিকৃত করার অপরাধে নেদারল্যান্ডসকে তাৎক্ষণিক শাস্তিও দেন আম্পায়ার। ৫ রান পেনাল্টি করা হয়। সাথেসাথে আফগানিস্তানের স্কোর বোর্ডে যোগ হয় ৫ রান। ৩১তম ওভারে গ্লোভার মাত্র ২ রান খরচ করলেও পেনাল্টির কারণে সেই ওভারে ৭ রান পায় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে আফগানরা সংগ্রহ করে ৫ উইকেটে ২৫৪ রান।
[caption id="attachment_189676" align="aligncenter" width="630"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
সিরিজের তিনটি ম্যাচই জিতেছে আফগানিস্তান[/caption]
নেদারল্যান্ডসের ব্যাটিং খুবই ভালো ভাবে শুরু হয়। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলে উদ্বোধনী জুটিতেই ১০৩ রান যোগ করেছিলেন কলিন অ্যাকারম্যান ও স্কট এডওয়ার্ডস। কিন্তু তারা আউট হওয়ার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটিং। শেষ ৭৬ রানে ১০টি উইকেট হারিয়ে ১৭৯ রানে অল-আউট হয় ডাচরা। ফলে ৭৫ রানের ব্যবধানে জয় পায় আফগানিস্তান।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান জিতেছিল ৩৬ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচটিও তারা জেতে ৪৮ রানে। টানা তিন জয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে পঞ্চমস্থানে বসেছে আফগানিস্তান।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।