আফগানিস্তানের ম্যাচে পুলিশ মোতায়েন!

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-07-04T10:12:08+06:00
আপডেট হয়েছে - 2019-07-04T10:12:08+06:00
নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (৪ জুলাই)
উইন্ডিজের মুখোমুখি হবে আফগানিস্তান। এর আগে গত ২৯ জুন পাকিস্তানের সমর্থকদের সাথে বিবাদে জড়িয়েছিল আফগান সমর্থকরা। সে ঘটনার পরিপ্রেক্ষিতে উইন্ডিজের বিপক্ষে ম্যাচে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আসরে খেলছে আফগানিস্তান। টুর্নামেন্টের শুরুতেই অন্য দলগুলোতে হুমকি দিয়ে রাখলেও প্রথম ৮টি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি তারা। বৃহস্পতিবার সাত্বনার জয়ের খোঁজে উইন্ডিজের মুখোমুখি হবে দলটি।





মাঠের পারফর্ম খারাপের পর আবার সমর্থকদের উগ্র আচরণে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে দলটি। গত ২৯ জুন পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নেমেছিল আফগানরা। লিডসে স্টেডিয়ামের বাইরে লড়াইয়ে জড়িয়েছিল দুই দলের সমর্থকরা।
পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্যমতে, আফগানিস্তানের দুই উইকেট পরে যাওয়ার পর পাকিস্তানি সমর্থকরা উল্লাস করতে থাকে। ঠিক তখন পাকিস্তানের বিপক্ষে স্লোগান দিতে থাকে আফগান ভক্তরা। এতে দুই দলের ভক্তদের মাঝে তুমুল মারামারি শুরু হয়। মাঠের বাইরে ছড়িয়ে পরে দুই দলের ভক্তদের এই মারামারি। একে অপরের দিকে বিভিন্ন জিনিস ছুড়তে থাকে দুই দলের ভক্তরা।





স্থানীয় পুলিশকে পাত্তা না দিয়েই চলে দুই দলের ভক্তদের মারামারি। আফগানিস্তান সমর্থকরা দাবি করেছিল, উক্ত ঘটনার সূত্রপাত করে পাকিস্তানি ভক্তরা। আইসিসি সেই ঘটনার ব্যাপারেও কঠোর অবস্থান দেখিয়েছিল। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের বাজে অভিজ্ঞতার পর বেশ সতর্ক অবস্থানে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। উইন্ডিজ-আফগানিস্তান ম্যাচের আগেই জানান হয়েছে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত। দুই দলের মধ্যকার এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে লিডসের হেডিংলিতে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।