আফগানিস্তান ম্যাচে সাকিবের যত রেকর্ড

Imran Hasanসম্পাদক
প্রকাশিত হয়েছে - 2019-06-25T00:23:33+06:00
আপডেট হয়েছে - 2019-07-22T17:32:41+06:00
সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার পথে দুর্দান্ত এমন পারফরম্যান্সে অসংখ্য রেকর্ডের মালিক হয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এক নজরে দেখে নেওয়া যাক দলের জয়ের দিন সাকিবের উল্লেখযোগ্য অর্জনসমূহ-
বিশ্বকাপ ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট কোনো আসরে ৪০০ বা এর চেয়ে বেশি রান ও ১০ বা এর চেয়ে বেশি উইকেট প্রাপ্তির ডাবলের অনন্য নজীর স্থাপন করলেন সাকিব।





২ -
বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ বা এরচেয়ে বেশি রান ও ৫ উইকেট শিকারের স্বাদ পেলেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডারের আগে ২০১১ সালে
ের বিপক্ষে এ কীর্তিদ দেখা পেয়েছিলেন
ের যুবরাজ সিং।
৩-
একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে তিনটি ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ৩২ বছর বয়সী এ ক্রিকেটার।
৪-
বিশ্বকাপ ইতিহাসে সাকিব দ্বিতীয় ক্রিকেটার যিনি একই আসরে দুটি শতক হাঁকানোর পাশাপাশি নিয়েছেন দুটি ম্যাচে চারটি করে উইকেট।





৫-
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপে আজ ৫ উইকেট শিকারের দেখা পেলেন সাকিব। এর আগে আর কোনো বাংলাদেশি বোলার এ কীর্তি গড়তে সক্ষম হননি।
৩০-
বিশ্বকাপ ইতিহাসে সাকিবই একমাত্র ক্রিকেটার যার বল হাতে ৩০ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে রয়েছে ১,০০০ রান করার রেকর্ড।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।