আফতাব-মুস্তাফিজকে পেছনে ফেলেছেন মুজিব

প্রকাশিত হয়েছে - 2018-02-17T15:29:49+06:00
আপডেট হয়েছে - 2018-02-17T16:40:27+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে জিতে সিরিজটি নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানরা। বেশ কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজে শক্তিশালী দল শ্রীলঙ্কাকে হারানো জিম্বাবুয়ে এইদিন আফগানদের কাছে হেরেছে ১০ উইকেটের ব্যবধানে।

আফগানিস্তানের এই জয়ের নায়ক তরুণ ১৬ বছর বয়সী মুজিব জাদরান। শারজাহে টসে জিতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে শুরুতেই হোচট খায় তারা। জিম্বাবুয়ের ব্যাটিং শিবিরে শুরুতেই আঘাত হানেন তরুণ মুজিব। এই আফগান তরুণের বোলিং নৈপুণ্যে ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে কোন উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।
এই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন ১৬ বছর বয়সী মুজিব। বেশ কয়েকদিন আগেও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন তিনি। মুজিবের অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। তাতেই জাতীয় দলে সুযোগ মিলে যায় এই তরুণের। তবে নির্বাচকদের আস্থার প্রতিদান দেন মুজিব জাদরান।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো খেলাতে পুরস্কার পেয়েছেন আরো একটি। আইপিএলে দল পেয়েছেন এই আফগান অফ-স্পিনার। ৪ কোটি রূপিতে তাঁকে দলে নিয়েছে কিংস ইলেভেব পাঞ্জাব। তবে এইদিনে নতুন এক রেকর্ড গড়েছেন এই তরুণ আফগান বোলার। পাকিস্তানের ওয়াকার ইউনিসকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্পিনার মুজিব।
মাত্র ১৬ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ওয়াকারকে পেছনে ফেলেছেন তিনি। ১৯৯০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন এই পাকিস্তানের কিংবদন্তী বোলার। অবশ্য এই তালিকায় রয়েছেন আরেক আফগান স্পিনার রশিদ খান। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ১৭৮ দিন বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন এই লেগ-স্পিনার।
সর্বকনিষ্ঠ বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। ২০১৪ সালে ভারতের বিপক্ষে ১৯ বছর ৭৫ দিন বয়সে পাঁচ উইকেট পেয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ বছর বয়সে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন আফতাব আহমেদ এবং সর্বশেষ ২০১৫ সালে ১৯ বছর বয়সে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।