'আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এখনো আসেনি'

প্রকাশিত হয়েছে - 2020-11-05T09:21:07+06:00
আপডেট হয়েছে - 2020-11-05T09:21:07+06:00
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসানের পাশে আছে কতশত রেকর্ড, খ্যাতি, পুরস্কার। তবে এই অলরাউন্ডার মনে করেন এখনো তার ক্যারিয়ারের সেরা মুহূর্তটি আসেনি। বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিতলেই সেটা হবে ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলে মনে করেন সাকিব।

নিষেধাজ্ঞার সময় শেষ হয়ে গিয়েছে। এখন আর প্রকাশ্যে ক্রিকেট নিয়ে কথা বলতে ও স্বীকৃত ক্রিকেট খেলতে কোনো বাধা নেই তার। তাইতো ফেরার শুরুতেই ভক্ত ও সাংবাদিকদের সামনে উপস্থিত হয়েছিলেন সাকিব। ভক্ত ও সাংবাদিকদের পাঠানো বাছাইকৃত প্রশ্নের উত্তর দিয়েছেন নিজের ইউটিউব চ্যানেলে।
ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটি এই প্রশ্নের জবাবে সাকিব জানান তার ক্যারিয়ারের সেরা মুহূর্তের দেখা এখনো পাননি। বাংলাদেশকে বিশ্ব সেরার আসনে বসাতে পারলে তখনই সেই অর্জনটা স্পর্শ করতে পারবেন তিনি।
সাকিবের ভাষায়,
'সেরা মুহূর্ত তো আমি মনে করি এখনো আসেনি। যখন আসবে সেটা হবে হয়তো বাংলাদেশের হয়ে কোনো বিশ্বকাপ জেতা। সেটা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে হোক (বিশ্বকাপ)। সেটাই হবে সবচেয়ে বড় মুহূর্ত।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
গত প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন হিসাবে সাকিব মনে করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জয়। ২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে ২০ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
ব্যক্তিগত অর্জনের সেরা মুহূর্ত ২০১৯ বিশ্বকাপ জুড়ে নিজের পারফরম্যান্সকেই সবার ওপরে রাখছেন সাকিব। বিশ্বকাপে এই অলরাউন্ডার ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১১টি উইকেট শিকার করেছিলেন।
সাকিব বলেন,
'এই পর্যন্ত যদি মনে করি তাহলে সেরা একটা অর্জন হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জেতা। আর ব্যক্তিগতভাবে দেখলে গত বিশ্বকাপে আমার পারফরম্যান্স।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।